নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

ছবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

আমার ছোটবেলাটা একরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়এ কেটেছে
সেই প্রিয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে কিছু ছবিচারন......

আমাদের সেই প্রিয় স্কুল যেখানে কাটিয়েছি দশ বছরের বেশি কিছু সময়


স্কুল পেরিয়ে এই সিড়ি ডিঙ্গিয়ে কলেজে উঠা


তবু যাদের মন পড়ে থাকত নিচের ক্লাসের সেই "তার" জন্য এই বিশ্রামাগার


কলেজ ছিল সেইসময়ের ল ফেকাল্টির পাশেই। তাই কলেজে উঠেই একটা ভার্সিটি ভার্সিটি ভাব এসে যেত


কলেজ পালিয়ে আড্ডা আর মুনাজাতের ( তাস পিটান) স্থান,


বড় মাঠ শুধুই এনুয়াল স্পোর্টের দিনে সরগরম আর না হয় এমনই নিশ্চুপ ...


আর দুরে সেই স্বপ্ন পাহাড়


এই রাস্তা ধরে নিয়ত ঘুরাফেরা


এই অডিটরিয়াম যেখানে অনুস্ঠান তেমন হত না, ছিল পুলিশ ক্যম্প।


আর রাস্তা চলে গেছে ফেকাল্টির পথে


ছায়া ছায়া পথ গুলো ঝি ঝি পোকার আড্ডাখানা


এমন কিছু নির্জন পথে এক সময় কবি হতে মন চাইত


সেই শহীদ মিনার,



এটা শুধু শহীদ বুদ্ধিজীবীদের তরে শহীদ মিনার,


কেন্দ্রীয় লাইব্রেরী আর জাদুঘর


আর ক্যাফেটরিয়া যেখানে আনেক দিন একটাকায় চা পাওয়া যেত... আর ভার্সিটি আওয়ারে যে কোন গেম!


সুন্দর একটা ম্যুরাল জারুল তলার পাশে

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি আপলোড হচ্ছে না কেন জানতে পারি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

জুনজুন বলেছেন: সমস্যাটা বুঝতে পারছি। তখন নিচ্ছিল না। ধন্যবাদ..... পোস্ট এডিট করছি

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

গেম চেঞ্জার বলেছেন: আপনি আপলোডার বন্ধ করে আবার উইন্ডো অপেন করুন। আশা করি ছবি আপলোড হবে। কোন সমস্যা হবে না। :)

ছবি ব্লগ ভাল লেগেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

জুনজুন বলেছেন: ধন্যবাদ..... পোস্ট এডিট করছি

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

আরাফআহনাফ বলেছেন: ভালো লাগলো।
শত শুভ কামনা জানবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

জুনজুন বলেছেন: শুভ কামনা আপনাকেও

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

জুনজুন বলেছেন: ধন্যবাদ.....

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

আবু শাকিল বলেছেন: সব গুলাই আমার চেনা জানা।আমার শৈশব কেটেছে এই ক্যাম্পাসেই।
ভার্সিটি কলেজে আপনার এইচ,এস,সি কত সালে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

জুনজুন বলেছেন: ৯৮ সনে শাকিল ভাই

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ আপনাকে। কাজ হয়েছে দেখছি।

টাইপোঃ
এটা সুধু শহীদ বুদ্ধজিবিদের তরে শহীদ মিনার
<
এটা শুধু শহীদ বুদ্ধজিবিদের তরে শহীদ মিনার

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

জুনজুন বলেছেন: তাড়াতাড়ির ফলাফল.... ভাল থাকুন

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

আবু শাকিল বলেছেন: আপনি অনেক সিনিয়র দাদা!
আমি ২০০৭ এর কথা বলছি।
সাউথ ক্যাম্পাসের মাকুল,সোহেল,মঞ্জু। শাহি কলোনির ইমরান।শাহ আমানত হলের হুজুরের পোয়া!
টাংগাইল কলোনীর সাকিব।এরা সবাই আমার ক্লাসমেট।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

জুনজুন বলেছেন: ভাল লাগল। আমরা অবশ্য জুয়েল জয় রায়হানদের ব্যচ....

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার। +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

জুনজুন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

গেম চেঞ্জার বলেছেন: বুদ্ধজিবিদের < বুদ্ধিজীবীদের :``>>

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

জুনজুন বলেছেন: হা হা আরো কিছু থাকলে বলেন... :)

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

জুনজুন বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।।
ইচ্ছে করছে এখনি চলে যাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

জুনজুন বলেছেন: চলে এসো এই ঠিকানায়
আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়...
অবশ্য আমি আর সেখানে নেই!

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

ডি মুন বলেছেন:
বাহ, নির্জন ক্যাম্পাস।
ভালো লাগল 'ছবিচারন'' :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

জুনজুন বলেছেন: ধন্যবাদ ভাই

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চমৎকার ছবি ব্লগ। অনেক ভাল লাগলো!
কিছু টাইপো আছে-
দ্বিতীয় লাইনে ছবিচারন না দিয়ে স্মৃতিচারণ দিলে মনে হয় ভাল হতো!
০১ নং ছবির ক্যাপশনে ডিংগিয়ে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

জুনজুন বলেছেন: না ছবিতে স্মৃতিচারণ তাই লিখলাম আরকি

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চমৎকার ছবি ব্লগ। অনেক ভাল লাগলো!
কিছু টাইপো আছে-
দ্বিতীয় লাইনে ছবিচারন না দিয়ে স্মৃতিচারণ দিলে মনে হয় ভাল হতো!
০১ নং ছবির ক্যাপশনে ডিংগিয়ে < ডিঙ্গিয়ে
০৫ নং ছবির ক্যাপশনে নিস্চুপ < নিশ্চুপ
০৮ নং ছবির ক্যাপশনে অনুস্টান < অনুষ্টান এবং ক্যমপ < ক্যাম্প

ভুল ধরেছি বলে রাগ করেন নি তো? ৯নং মন্তব্যের প্রতিউত্তরটা দেখেই ভুল গুলো যতটা সম্ভব শুধরে দেওয়ার চেষ্টা করলাম! ভুল আমার অনেক হয়! তবে চেষ্টা করি ঠিক লিখতে!
ভাল থাকবেন! চমৎকার ছবিব্লগে ভাল লাগা রইলো!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

জুনজুন বলেছেন: ভাল থাকবেন আপনিও

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবি ব্লগ ভাল লাগল।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ চমৎকার।

দেখা হল আপনার স্মৃতি বিজড়িত স্থান।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

অগ্নি সারথি বলেছেন: স্মৃতিচারনে ভাললাগা।

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

মৃদুল শ্রাবন বলেছেন: ঘোরার জন্য একবার গিয়েছি। অনেক ভাল লেগেছিল ক্যাম্পাসটা। আপনার পোষ্টের ছবিগুলো দেখে কিছু কিছু জায়গা চিনতে পারলাম।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: ছবিতে ঘুরে আসলাম। ছবিগুলো সুন্দর এসেছে।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

অন্তু নীল বলেছেন: সুন্দর। মন ভরেগেল।

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.