![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৃশ্যপটঃ ১
------------
সময়টা অনেক আগের .........।
একটি প্রাইমারি স্কুল ,
ক্লাস ফাইভের ক্লাসরুম ।
মেয়ে সুলভ বৈশিষ্ঠ্যের খাতিরে মেয়েটি খেয়াল করলো তার বান্ধবী আজকে পানি কালারের একটা নেইলপলিশ দিয়েছে , এমনিতেই বোঝা যাচ্ছেনা কিন্তু হাত নাড়ালেই কেমন জানি চিক চিক করে উঠছে ,এই জিনিষটা মেয়েটির অনেক পছন্দ হলো, সে তার বান্ধবীর কাছে এগিয়ে গেল ... ।
ঃ এই শোন , তোর এই নেইল পলিশটা অনেক সুন্দর হইছে তো , কোথা থেকে কিনেছিস ?
ঃ এইতো আমাদের বাড়ির পাশের দোকান থেকেই ।
ঃ দাম কত রে ?
ঃ ৬৫ টাকা ।
ঃ আমি টাকা দিলে এনে দিতে পারবি তো ?
ঃ হুম পারবো
কথা এই পর্যন্তই ...............।।
দৃশ্যপটঃ ২
---------------
মেয়েটি জানে বাড়ি হয়তো টাকা চাইলেই সে পেয়ে যাবে অথবা টিফিনের টাকা থেকে বাঁচিয়ে সে কয়েক দিনেই কিনে ফেলতে পারে তার পছন্দের এই নেইলপলিশটা ।
কিন্তু তার এসব কোন কিছুই আর করা হয়না । মায়ের কাছে মুখ ফুটে বলা হয়না তার ইচ্ছেটার কথা ।
কারন সে বোঝে , সে যে কোনও মেয়ে , তাকে তার সব ইচ্ছের দাম দিলে চলবে কেন ...??
সে তো অবুঝ না , তাই সে ছোট বেলা থেকেই বলি দিতে শিখে গেছে তার ছোট ছোট ইচ্ছে গুলোকে ,নিজেকে প্রস্তুত করছে বড় কিছুর জন্য ।।।
কারন মা বলেছেন বিয়ের পরে তার স্বামী সন্তানের জন্য নিজেকেই একদিন বলিদান দিতে হবে......।
যেমন দিয়েছেন মা.........।।।।
#দেবী
©somewhere in net ltd.