নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

তোতাকাহিনী পর্ব ৩ ও শেষ পর্ব

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৪



গল্পঃ তোতা কাহিনী পর্ব ১



তোতাকাহিনী পর্ব ২

৬।



পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুরমতো আধমমরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিলো বেশ আশাজনক । তবু স্বভাবদোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করে । এমন কী এক একদিনে দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে । কতোয়াল বলিল এ কী বেয়াদবি ।



তখন শিক্ষামহলে হাপর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির । কী দমাদ্দম পিটানি লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও গেল কাটা ।



রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয় কৃতজ্ঞতাও নাই । তখন পন্ডিতেরা এক হাতে কলম আর এক হাতে সড়কি লইয়া এমনি কান্ড করিল যাকে বলে শিক্ষা ।



কামারের পসার বাড়িয়া কামারগিন্নির গায়ে সোনাদানা চড়িল এবং কোতোয়াল দের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন।





৭।



পাখিটা মরিল । কোনকালে যে কেউ তা ঠাহর করতে পারে নাই । নিন্দুক লক্ষ্মীছাড়া রটাইলো পাখি মরিয়াছে । ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা এ কী কথা শুনি । ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে । রাজা শুধাইলেন ও কী আর লাফায় ? ভাগিনা বলিল আরে রাম ! আর কি ওড়ে ? না । আর কি গান গায় ? না । দানা না পাইলে আর কী চেচায় ? না ।





রাজা বলিলেন একবার পাখিটাকে আনো তো দেখি । পাখি আসিল । সঙ্গে কোতোয়াল আসিল পাইক আসিল ঘোড়াসওয়ার আসিল । রাজা পাখিটাকে টিপিলেন সে হঁ করিল না হুঁ করিল না । কেবল তার পেটের মধ্যে শুকনো পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল ।



বাহিরে নব বসন্তের দক্ষিন হাওয়া কিশলয়গুলি দীর্ঘনিশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল ।

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২০

ম েনা েন শ দাস বলেছেন: ভালো লেগেছে । আরেকটি কাহিনীর প্রতিক্ষায়

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভাল থাকবেন

২| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০

এমএম মিন্টু বলেছেন: অনেক ভালো লাগলো পড়ে ।

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভাল থাকবেন

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০

জুয়েলইসলাম বলেছেন: সুন্দর লেখেছেন ।

অন্য আরেকটি কাহিনীর অপেক্ষায় থাকলাম

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভাল থাকবেন

৪| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ++++++++++ এভাবেই বুঝি অলীক শিক্ষায় আমাদের জীবন ধীরে ধীরে শেষ হয়ে যায় ! ৩ পরবেই অন্তর্নিহিত ম্যাসেজটা দারুন ছিল ।

ভালো থাকবেন :)

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:২৮

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভাল থাকবেন

৫| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৫

কলমের কালি শেষ বলেছেন: আপনার পর্বভিত্তিক গল্প বেশ লেগেছে । :)

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮

ব্লগ মাস্টার বলেছেন: শুভকামনা থাকলো

৬| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২

বাড্ডা ঢাকা বলেছেন: অসাধারন হয়েছে

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৯

ব্লগ মাস্টার বলেছেন: শুভকামনা থাকলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.