![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
বিন্দু বিন্দু করে মেঘ জমাত বাঁধা আর তা থেকে বৃষ্টি আর তখন জ্বলে পরিনীত হওয়া । এভাবে সৃষ্টি হয় চাওয়া থেকে কথা আর তা থেকে ভাব আর তখন ঘটে প্রেম তার পর পাওয়া ।রসাময় হয় প্রেমের রাজ্য । দুটি চোখ দুটি চোখের ভাষা ক্ষানিকটা তাকিয়ে থাকা মায়া মমতায় ঘেরা । ভালো লাগা না লাগা সব মিলিয়ে বিধাতা এ ভূবনে গড়েছেন প্রেমের স্বর্গ ।এমন এক বিচ রোপন করা যেখানে কোনো পক্রিয়া হীন ছাড়া অবিরত প্রেম অবিরত ভালোবাসা । তাকে জানাও নিজেও জানো তার পরে না হয় প্রেমের ভরাডুবিতে পা দেও । দেহের প্রেমে না জড়িয়ে হৃদয়ের প্রেমে নিজেকে জড়াউ । তাতে প্রেম তোমাকে মনে রাখবে ও রাখে । এক কাপ চায়ের মূল্যে প্রেমকে না দেখে স্বর্গের মূল্যে দু নয়নে প্রেমকে ধরে রাখো । প্রেম তোমার স্বর্গে যেমন তোমার তেমন আমার স্বর্গে সে আমার ।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ
২| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২
জুয়েলইসলাম বলেছেন: প্রেম তোমার স্বর্গে যেমন তোমার তেমন আমার স্বর্গে সে আমার ।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২০
কলমের কালি শেষ বলেছেন: প্রেম হবে সচ্ছ তবে শুধুই বউয়ের সাথে ।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭
বাড্ডা ঢাকা বলেছেন: অনেক ভালো লাগলো