নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

এই হল আমার বাংলা মায়ের রূপ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩


এই হল বাংলা নারীদের আসল রূপ
যতই হোক কষ্ট,যতই থাকুক যন্ত্রনা, তবু রবে নীরবে চুপ
এই হল আমার বাংলা মায়ের আসল গুন
এই হল আমার বাংলা মায়ের আসল রূপ !

গ্রাম বাংলার মায়েরা ঢেঁকিতে দিবে পাড়
কে বুঝিবে তাতে কত কষ্ট হয় তার ?
জীবন সংগ্রামে সংগ্রামী আসল মা যারা
শত কষ্টেও তবু পিঁছু পা হয় না তারা।

শত কষ্টের মাঝেও সন্তানের প্রতি ভালোবাসা থাকে অতল
জীবনের প্রতিটি সময় থাকে সন্তানের প্রতি একই প্রেম,
কত কিছু প্লাটে যায়
কিন্তু মায়ের ভালোবাসার হয় না অদ বদল ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৩

হাবিব বলেছেন: আসলে মা ত মা ই, মা এর মত কি আর কেউ হয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩১

ব্লগ মাস্টার বলেছেন: ঠিকই বলেছেন ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৮

হাকিম৩ বলেছেন: মা কে নিয়ে লেখা ভালো কবিতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৯

ব্লগ মাস্টার বলেছেন: আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগল।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮

কাল মানব বলেছেন: মায়ের আদর অন্য কেউ দিতে পারে না।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩০

ব্লগ মাস্টার বলেছেন: অনেক শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.