![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
অনেক দিন ধরে
গড়ে তোলা তিল তিল করে,,
অনেক কষ্টের ফসল গড়া
হঠাৎ তা হয়ে যায় চূর্ণ বিচূর্ণ ।
জীবনটা এক ভাঙ্গা গড়া
যেন মনটা এক আদালত
বাস্তবতা প্রতি মুহুর্তে যেন মনে পরে,
শৈশবের বাল্যশিক্ষা আর সেই আদর্শিল্প পড়া।
শিক্ষার পরে আরো শিক্ষা
অবশেষ থাকে শুধু পদধূলীর আরাদনা,
পরাজিত আমলা অর্থের কাছে গুরুর দান শিক্ষা
পেতে হয় কর্মের বদলে মহা কানাইদের কাছে দিক্ষা।
প্রথমে প্রেম হয় লাভ,
হয়ে যায় পকেট ফাকা
হয়ে উঠে জীবনের অভাবের সাক্ষাত
আর প্রিয়া হয়ে উঠে অভিশাপ।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৪
ব্লগ মাস্টার বলেছেন: প্রেম করার আগে দূর্যোগের সাথে মোকাবেলার সামর্থ থাকতে হবে ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কথা লিখেছেন
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬
ব্লগ মাস্টার বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: প্রিয়ারা হয়তো সত্যি সত্যি কারও জন্য অভিশাপই হয়ে উঠে।