নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

দুটি মনের ঘর বাঁধার আশা

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৬


এইতো সেদিন
রোদ দুপুরে বর্ষণ হল যেদিন
প্রশ্ন করেছিলে,কেন হয় বৃষ্টি ?
বলেছিলাম এতা খোদার নেয়ামতের সৃষ্টি ।
বুঝনি হয়ত সে ভাষা
যেখানে ছিল দুটি মনের অন্তরঙ্গ
প্রেমের চাওয়া-পাওয়া
মায়ামমতা আর একটু ভালোবেসে দুটি মনের ঘর বাঁধার আশা ।
তুমি ছিলে বলে প্রিয়তমা
আজও দিতে পারি কবিতার উপমা ।
ওহ! স্বর্ণা
তুমি বুঝবে না
কত ব্যথা লেগেছিল সেদিন
দেখে তোমার চোখে লবনাক্ত সে কর্কত ঝর্ণা।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +++

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫০

ব্লগ মাস্টার বলেছেন: মিথ্যে ভরসা দিয়েন না
আমায় দিয়ে হবে না ।

২| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৬

নাগরিক কবি বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা ++


আমি তার সাথে এক মত ;)

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২

ব্লগ মাস্টার বলেছেন: সবই বুুঝি
শুধু পাইনা যা খুুঁজি ।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি এখনো দশ লাইন লিখলে ..... দাড়ি ,কমা ঠিক মত দিতে পাড়ি না । তাতে লোকে ডাকে কবি ! মজা লাগে ।লিখতে থাকুন পারবেন, চেষ্টা করুন নিশ্চয় হবে।।

শুভ কামনা রইল ।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:০৩

ব্লগ মাস্টার বলেছেন: শুভ রাত্রী ।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৯

ওমেরা বলেছেন: আমি না কবিতা বুঝি না , তাই একটু জানতে চাই প্রমথ চার লাইনের সাথে পরের লাইন গুলোর সম্পর্ক কি ?

০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:০৫

ব্লগ মাস্টার বলেছেন: ওটা বুঝাতে গেলে আমার চুল আর গোফ পেকে সাদার বদলে লাল হয়ে যেতে পারে । শুভরাত্রী।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি শুধু বলব, কবির মনের কথাই কবিতা। আপনি আপনার মানসীকে আপনার মনের কথা বলেছেন।

কবিতা হয়েছে। আরও ভালো করতে পারবেন চাইলে। এমনও কবিতা পড়েছি, পড়ার পর তওবা করে বলেছি আর কবিতা পড়ব না। তারপরেও কবিতা পড়ি।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:০৭

ব্লগ মাস্টার বলেছেন: অনুপেরনা দেয়ার জন্য ধন্যবাদ । আনন্দ পেলাম লেখায় উৎসাহ জাগল।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে ভালই লেগেছে।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা চেষ্টা । ভাল কবিতা লিখতে হলে অনেক কবিতা পড়তে হবে।আরলিখার চেষ্টা চালিয়ে যেতে হবে । একদিন ঠিকই কবিতা হবে ।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.