নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ত জীবন ব্যস্ত শহর

০৪ ঠা মে, ২০১৭ রাত ২:৫৪


আজ মানুষ বড় ব্যস্ত সময় অতিক্রম করছে
অপব্যয়ের পথে,
জীবনতাকে করে তুলছে
যেন তাদের শুরু কোন দূর্ভাগ্যের বেরাজাল হতে ।
ব্যস্ত সময় ব্যস্ত শহর,
কাদা মাটির শরীর বেয়ে হচ্ছে লাশ অহর অহর
কতটা নির্মম মানুষগুলোর ভাগ্য,
কারো কাটে কেঁদে কেঁদে কারো বা জেগে উঠে হাসি মুখে পহর ।
ছোট ছোট জীবন অথচ কত বড় বড় আশা
তার মাঝেই অবিরত চলছে কত তামাশা ।
চলছে কারো কারো আপনজনের ধোকাবাজী
কেহ বা হচ্ছে রাজরানী থেকে পথ ভিখারী জনম দাসী ।
অন্ধকারে জ্বলছে আলোকিত মহর,
হায়রে আমার ব্যস্ত জীবন আর ব্যস্ত শহর।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
দিনের বেলায় একটু কাজ করে, কাজ শেষ আর রাইতের বেলায় ব্লগিং ........ এই নিয়ে আছি !


সুন্দর কবিতা +++

০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:১৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই ।সেম টুু সেম । আমার অবস্থাও একই ।সবসময় এভাবে যেন পাশে পাই।

২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:১৩

নাগরিক কবি বলেছেন: মানুষের ভাগ্য নির্মম নয়, মানুষই এর স্রষ্টা!!!!! আমরাই দায়ী

০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:১৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ । সত্যয় মানুষই বড় নির্মম ।

৩| ০৪ ঠা মে, ২০১৭ ভোর ৪:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হয়তো হাসবেন তবুও বলছি, শেষের দিকে এসে সত্যি কাঁদতে চেয়েছিলাম। আজ কাল আমি কাঁদতে চাই কিন্তু পারি না। তবে মন সত্যি বেজার হয়েছে বাস্তবতা পড়ে। :(

০৫ ই মে, ২০১৭ রাত ১২:০৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মোহাম্মাদ আব্দুলহাক ভাই । কি আর হবে কেঁদে ? যাদের কাঁদা দরকার তারা কেউ কাঁদে না।তারা কেউ এ সমাজকে নিয়ে
ভাবে না।

৪| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:২৬

মোস্তফা সোহেল বলেছেন: আমি বেশি ব্যস্ত থাকি না । তবে ইজি কাজে বিজি থাকি সব সময়।

০৫ ই মে, ২০১৭ রাত ১২:০৪

ব্লগ মাস্টার বলেছেন: তবুও ভালো ।

৫| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৩২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ছন্দ মাখা কাব্য । +++++

০৫ ই মে, ২০১৭ রাত ১২:০৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় মামুন ইসলাম ভাই।

৬| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৪৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

০৫ ই মে, ২০১৭ রাত ১২:০৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেও কবি।

৭| ০৫ ই মে, ২০১৭ রাত ১:৩৬

blogermassud বলেছেন: @বলেছেন চমৎকার ছন্দ মাখা কাব্য । +++++

০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শুভরাত্রী ।

৮| ০৫ ই মে, ২০১৭ রাত ২:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন চায় এদের কলজি দিয়ে কালিয়া বানিয়ে মেঘলাকে খাওয়াই, কিন্তু পারি না। অজ্ঞাত কারণে তাদের জন্য আমার কলিজা কাঁদে। :(

০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৬

ব্লগ মাস্টার বলেছেন: আয় হায় ওস্তাদ এই মেঘলাজি কেথায় ? সত্যিই অনেক কষ্ট হয় তাদের জন্য,তবুও কিছু বলিতে পারি না।

৯| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিতা বাঘ :P

০৬ ই মে, ২০১৭ রাত ১:০০

ব্লগ মাস্টার বলেছেন: সাবধান ভাই আশে পাশে কি আছে তিনি আমাদের কথা আবার শুনে নাইতো :P

১০| ০৬ ই মে, ২০১৭ রাত ১:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না, শুনেনাই। চিন্তার কারণ নেই, মেঘলা আসবে না।

০৬ ই মে, ২০১৭ রাত ১:৫৮

ব্লগ মাস্টার বলেছেন: তাহলে বাঁচা গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.