![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
রাতের দিগন্তে চলছে চাঁদ,
পৃথিবী থেমে গেলেও,
সে মানছে না কোন বাধ,,
তাহার পথ অতি শান্ত,
সে বোঝেনা চলার ক্লান্ত,
শুধু মাঝে মাঝে হয়ে যায় মেঘের আড়ালে ক্ষান্ত ।
রাতের উপমা চাঁদ,
আর চাঁদের সুন্দর রাত,
যেমন দিনের সূর্য
সূর্যের দিন ।
চাঁদ না হলে রাত হতো না,
আর রাত না হলে চাঁদ থাকতো না,
যেমন সূর্য না হলে দিন,
আর দিন না হলে সূর্য উদয় হতো না ।
এ কেমন খেলা
এলেবেলে যাই কাঁটিয়ে বেলা,
বড় ভালো খেলোয়ার তিনি,
সব খেলার আসল খেলোয়ার যিনি,
খেলে চলছেন খেলা রাতদিন,
সবাইকে সঙ্গী করে দিয়ে
তিনি হলেন সঙ্গীবিহীন।
কেন মন বঝোনা যাবে চলে ধীরে ধীরে,
সময় মত তাহার ডাকে তাহার ঘরে ফিরে,
যদি করো কিছু,
তবে করো তাহারেই ঘীরে।
বিবেক তুমি হলে স্মৃতির পাতা,
হাসছো কাঁদছো,আর যাই করছো,
সবই একদিন জমা দিতে হবে,
সেদিন হবে তোমার নগদ বাকির সকল হালখাতা ।।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:২০
ব্লগ মাস্টার বলেছেন: জী ভালো । আপনি কেমন আছেন ?
ঈদমুবারক।
২| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:২০
বিজন রয় বলেছেন: বিবেক তুমি হলে সৃতির পাতা............ শিরোণামে বানানটি ঠিক করে দিন।
সবাইকে সঙ্গী করে দিয়ে
তিনি হলেন সঙ্গীবিহীন।
তাহলে সঙ্গী তো উপমা হারিয়ে ফেলল।
সুন্দর কবিতা।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৪
ব্লগ মাস্টার বলেছেন: ঈদমুবারক,
সবাইকে সঙ্গী করে দিয়ে
তিনি হলেন সঙ্গীবিহীন।
তাহলে সঙ্গী তো উপমা হারিয়ে ফেলল।
সুন্দর কবিতা।
উপমা হারাবে কেন ? সত্যয়তো আপনার আমার সকলের সঙ্গী আছে,শুধু সঙ্গী নাই জগৎ মালিকের।
৩| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা গড়েছেন এবারও। মুগ্ধতা রইল ভাই।
এ কেমন খেলা
এলেবেলে যাই কাঁটিয়ে বেলা,
বড় ভালো খেলোয়ার তিনি,
সব খেলার আসল খেলোয়ার যিনি,
খেলে চলছেন খেলা রাতদিন,
সবাইকে সঙ্গী করে দিয়ে
তিনি হলেন সঙ্গীবিহীন। - কথাগুলো অসাধারণ বলেছেন ভাই। মুগ্ধতা।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৪২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।
ঈদ মোবারক ।
৪| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৬
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! আমি ভাল আছি স্যার ।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৪১
ব্লগ মাস্টার বলেছেন: আপনার নানার শরীরও আল্লাহু নিশ্চয় ভালো রেখেছেন।
৫| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৮
ওমেরা বলেছেন: আপনি কোন নানার কথা বলছেন স্যার ব্লগে এখন আমার দুইজন নানা আছে ।আবদুলহাক নানা জান কেমন আছে জানি না রমজানে শুধু একদিন ব্লগে এসেছিল , আশা করি আল্লাহ উনাকে ভাল রেখেছেন ।
আর নতুন নানা স্বত সাঁই ,সে আলহামদুল্লিলাহ ভাল আছে । অবশ্য এখন থেকে সে আমার গুরু আমি তার শিষ্য ।
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৪
ব্লগ মাস্টার বলেছেন: আমি আপনার এক নানার কথা জিজ্ঞেস করতে অন্য সব নানাদের কথাও জানা হলো, ভালো লাগলো ।
৬| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক রইল ভাই।
ঈদ আনন্দ লেগে থাকুক প্রতিটি দিন ক্ষণ।
ঈদ মোবারক রইল ভাই।
ঈদ আনন্দ লেগে থাকুক প্রতিটি দিন ক্ষণ।
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৫
ব্লগ মাস্টার বলেছেন: ঈদ মোবারক।
৭| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ++
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৫
ব্লগ মাস্টার বলেছেন: ঈদ মোবারক ।
৮| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:৫০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৬
ব্লগ মাস্টার বলেছেন: ঈদ মোবারক।
৯| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৯
ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর লাগলো।
ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৭
ব্লগ মাস্টার বলেছেন: ঈদ মোবারক ।
১০| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৬
নাইম রাজ বলেছেন: ভালো লাগল আপনার কবিতা।
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৭
ব্লগ মাস্টার বলেছেন: ঈদ মোবারক ।
১১| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাল্লাগছে! শেষদিকে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়লাম কি?
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৩
ব্লগ মাস্টার বলেছেন: ঈদ মোবারক ।
১২| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাল্লাগছে! শেষদিকে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়লাম কি?
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৪
ব্লগ মাস্টার বলেছেন: ঈদ মোবারক ।
১৩| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারণ কবিতা লিখেছেন আপনি।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩৪
ব্লগ মাস্টার বলেছেন: ভাই ধন্যবাদ ।
১৪| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫
কানিজ রিনা বলেছেন: অসাধারন শেষ দিকের আধ্যাতিকতায় যোগ
দিলাম নানান রকম রুপ মিশাইয়া নিজেই
থাকলেন নিরাকার। আমার প্রেম দিয়ে তো
তার পরম পেতে পারি। ঈদ মোবারক।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩৫
ব্লগ মাস্টার বলেছেন: আপু ধন্যবাদ ।
১৫| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৩২
তোমার জন্য মিনতি বলেছেন: অসাধারণ কবিতা ++++++
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
১৬| ২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৫৯
মামুন ইসলাম বলেছেন: বাহ! কি চমৎকার লেখনী ! ঈদ মোবারক ।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩৭
ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে ধন্যবাদ মামুন ভাই ।
১৭| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:৪১
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: অসাধারণ কবিতা পড়ে গেলাম, মুগ্ধতা জানিয়ে ++++++
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৫৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৮| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৩
blogermassud বলেছেন: অসাধারণ সুন্দর একটা কবিতা পড়া হল।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৫৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
১৯| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
০১ লা জুলাই, ২০১৭ রাত ১:০০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপা ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:১৮
ওমেরা বলেছেন: স্যার কেমন আছেন ? কবিতা সুন্দর লাগছে । ঈদ মোবারক স্যার