নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

যৌবন মাধুরী রবে না আমার চিরদিন

৩০ শে জুন, ২০১৭ রাত ১২:১৭


যৌবন মাধুরী আমার যায় চলিয়া,
হেতায় হেলিয়া খেলিয়া ।
শত ডাকেও আসবেনা ফিরিয়া
পূর্ণ যৌবন নিয়া,
যায় যদি একবার ছিনিয়া,
অবনিলায় যাবে কাঁটিয়া,
শুকনো যৌবনফুল কুড়াইয়া,
সে শুকনো ফুলের সুতা ছাড়া মালা ঘাঁথিয়া ।

আশার বাসরে যাবে বসিয়া মহন,
কেহ থাকিবে না, করিবার লাইগা,
সেই যৌবনের সুধা বহন ।

আসিয়া যৌবনের মেঘ দলে দলে,
যায় কাঁটাইয়া দিন যৌবনের করতলে,
সময়ক্ষণে বঝলোনা অভাগা মন হৃদয়হীন,
যৌবন মাধুরী রবে না যে আমার চিরদিন ।

শূণ্য হাতে শূণ্য যৌবন ফুল
ভাবে হইয়া আকুল ব্যকুল,
হারাইয়া যৌবন মাধুরী,
করিল সে জীবনের বড় ভুল ।

মন ভরে শুনে নে,
যৌবন মাধুরীর গান,
একবার গেলে চলে,পাবে না ফিরে,
সে যৌবন মাধুরীর প্রাণ ।।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৭ রাত ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: খুব ভালো লিখেছেন +

৩০ শে জুন, ২০১৭ রাত ১:০৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।

২| ৩০ শে জুন, ২০১৭ রাত ২:৩১

ওমেরা বলেছেন: এটা কি লিখছেন স্যার কিছুই বুঝলাম না ।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:২৯

ব্লগ মাস্টার বলেছেন: কবিতা ।

৩| ৩০ শে জুন, ২০১৭ রাত ২:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩০

ব্লগ মাস্টার বলেছেন: অনুভূতি জানানোর জন্য ধন্যবাদ ।

৪| ৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা ।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩০

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.