![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
সঙ্গীতের শব্দ আমার নয় শুধু সকল হৃদয় ক্লান্তর গহীনে কথা বলে,
সঙ্গীত যার প্রতিটি শব্দ ভালবাসার কথা বলে,
সঙ্গীত যার শব্দ ঘৃণায় ভরে থাকে,
সঙ্গীত যার প্রতিটি শব্দ ডুবে দুঃখের অঠয়তলে,
সঙ্গীত যার প্রতটি শব্দ সকল প্রাণীর ভবিষ্যতের কথা বলে,
সঙ্গীত সকল ভেঙ্গে পড়া মনের তালে তালে চলে,
সঙ্গীত মনে করিয়ে দেয় আমার অতীতকে,
সঙ্গীত জাগেয়ে তুলে আমার বুকের পাজরে ঘুমিয়ে থাকা কষ্টকে,
সঙ্গীত ফিরিয়ে দেয় আমার হারানো স্মৃতি শক্তিকে,
সঙ্গীত মনে করিয়ে দেয় আমার ভুলে যাওয়া প্রিয়তমাকে
সঙ্গীত ভুলিয়ে দেয় সকল দুঃখকে,
সঙ্গীত টেনে এনে হাজির করে সকল সুখের ময়না পাখিকে ।
০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
২| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৪৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +
০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আলো ভাইয়া ।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: মুগ্ধকর।
০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৫৭
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখনী ।
০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মামুন ভাইয়া।
৫| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২০
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর একটি লেখা পড়লাম ।
০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৯
ব্লগ মাস্টার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৫
blogermassud বলেছেন: ভালো লাগলো লিখাটি ।