নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

বেদনার রঙ হয় ধূসর নীল

০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৭


কিছু কিছু নয়নের কাজল
আর কিছু কিছু জল
ভিজে আঁখির পাপরি,
হয় যে ফল,
তাকে বলে প্রেম দেবাঞ্জল ।

মন বলে ডুবে যেতে,
করো পিরিত ওহার সাথে,
বুক মেলিয়া,
মনের ঘর খুলিয়া
যে জন নিবে তোমায়,
তাহার অন্তরে গেঁথে ।

রেখোনা মনে কোন সহসয়,
রেখোনা কোন ভয়,
যদি পিরিতি হারাবা হয়
তবে সে পিরিতি ঘরে থাকিবার নয় ।

দেখ যদি মনে গড়মিল,
তবে মারো অন্তরে খিল !
মনে রেখো বেদনার রঙ হয় ধূসর নীল ।


মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: বেদনার রঙ হয় ধূসর নীল শিরোনাম এই আর ছবি সাদা-কালো !! ;)

০৭ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৫৭

ব্লগ মাস্টার বলেছেন: কাজল মাখানি চোখ তাহার,
মাথায় কালোকেশ চুলেরি পাহাড় ।

২| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই। ভালো লাগলো কবিতা। ++++

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ নাঈম ভাইয়া।

৩| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২২

শাহাদাত হোসাইন সুজন বলেছেন: ভালো লাগলো

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ সুজন ভাইয়া।

৪| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪

নতুন বিচারক বলেছেন: সুন্দর কবিতা লেখা।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ বিচারক ভাইয়া।

৫| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মামুন ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.