![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
আমার নরম ঠোঁট তোমার নরম ঠোঁটের পেল প্রথম স্পর্শ,
সে যেন পরম পাওয়া,
বসন্তের ছোঁয়ায় হৃদয়ের কোণে জাগ্রত ফুলের সৌরভ ছুঁয়ে যাওয়া,
হারিয়ে যাওয়া কবিতাগুলো উত্তেজক সারাংশে পুনরাবৃত্তির অনুভূতি খুঁজে পাওয়া,
এ যেন বাদ্যের তালে তালে,
শুনছি ককিলের গান গাওয়া ।
যেন ঝড়ের স্পর্শে, তাজা বৃষ্টির মুক্তার দানাগুলো গড়িয়ে পড়ছে,
মনের অলিগলিতে যেন নতুন বর্ষার আগমণ ঘটছে ।
এ কামনার ঝড় বড়ই নিঃস্বার্থ সর্বনাশা,
কোন এক মুহুর্তে শেষ করে দেয় চূর্ণ বিচূর্ণ সকল আশা,
ভাগ্যের গানগুলো হয়ে ওঠে বড়ই ক্লান্তহীন,
সব প্রেমই যেন অনন্তবিহীণ ।
যা এখন মনে হয় গোলাপের পাপড়ি,
তাই কখনো হবে কথার থাপড়ি,
ভেঙে তছনছ করে দিবে হৃদয় পাজুড়ি,
পরবে যেন হৃদয় স্পর্শে লোহার হাতুড়ি ।
১০ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৩০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো হয় নাই তবুও লাইক দিয়ে সর্ম্মানি করলাম ।