নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

সন্ধা মোর নিরালা কাঁটায়

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৬


মনে জাগে আশা,
চাঁদের কুলে বসে বাঁধিতে বাসা !
চাঁদ যে মোর ধরা ছোঁয়ার রহিয়াছে দূরে,
বুঝিতে নাহি,
মোর বাকি,
হৃদয় ধোকা দিয়াছে মোরে ।

মুখেতে ভরিয়া হাসি,
চলিয়া পথ,
নিজের ভুলে হারাইয়াছি,
বুঝিয়াও বুঝেনা সে দুঃখ মোর কেহত ।

মন ভাবিয়া বেরায়
পরাণে স্বপ্ন জাগায়,
সেহ মিঠাবালির আশায়
সন্ধা মোর নিরালা কাঁটায় ।

আসিয়া মাঝে নব বর্ষায়
ধরিয়া হৃদয় অন্তরে করিল ঠায়,
বশীকরন মন্ত্র চালাইয়া
যায় চলিয়া মোরে পাগল করিয়া,
কোন বনে সখী গিয়াছে হারায়া,
কিবা আছে লুকাইয়া !!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনি রবি ঠাকুর হয়ে যাচ্ছেন ভাই। #:-S

১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৪

ব্লগ মাস্টার বলেছেন: দোআ রাইখেন তা যেন না হই ।:)

২| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৬

প্রথমকথা বলেছেন: ভাল লেগেছে। অনবদ্য কাব্য।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৫

ব্লগ মাস্টার বলেছেন: আপু আপনার জন্য শুভকামনা ।

৩| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন মাষ্টার ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.