নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

যদি আমায় টেণেনিছ তোর বুকে !!!

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৭


তুমি ছিলে হিন্দু নারী,
আমি ছিলাম মুসলমান,
ধর্ম নয়রে বন্ধু,
ছিল মোদের মনের টাণ ।

জাতকে নয়রে বন্ধু,
বেসেছিলাম ভালো তোমাকে,
তাইতো আমায় হয়েছে শুনতে,
বলেছে কথা,
অনেকের মুখে,
পাড়া প্রতিবেশি অনেক মন্দ লোকে ।

যদি থাকিছ বন্ধু পাশে
সুখে কি বা আমার দুঃখে,
তবে মন্দ লোকের কথায় কি বা যায় আর আসে,
যদি আমায় টেণেনিছ তোর বুকে !!

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৮

সনেট কবি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে মাস্টার সাব

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৮

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ স্যার সে আপনাদের দোয়া । তবে স্যার আপনার আসল নামেই কিন্তু ভালো লাগতো ।
যাক নামে আর কি আসে যায় ।

২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩১

সনেট কবি বলেছেন: আমার নামেরটাও আছে। এখানে শুধু সনেট দেব ভাবছি।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৫

ব্লগ মাস্টার বলেছেন: :P আবার আরো একটা নতুন নীকের জন্ম ।

৩| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫০

সনেট কবি বলেছেন: নতুন নিক নিলাম। এমন ব্লগে আরো আছে। আর জেনেছি এতে সমস্যা নেই। তবে মাল্টি হিসেবে ব্যবহার চলবেনা।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: ওকে তাহলেতো ভালই ।

৪| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ২:২৬

নতুন বিচারক বলেছেন: অসাধারন প্রকাশ ।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৭

ব্লগ মাস্টার বলেছেন: সেটা আপনাদের দোয়া ভাই।

৫| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৬

বারিধারা বলেছেন: মুসলিম পুরুষের জন্য হিন্দু নারী বিয়ে করা হারাম। সূরা নূর; আয়াত ৩

২৪ শে জুলাই, ২০১৭ রাত ২:০৮

ব্লগ মাস্টার বলেছেন: ভালোবাসা নিশ্বপাপ ।

৬| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: বাহ! বাহ! কি অসাধারন প্রকাশ । ভালো লিখেছেন ।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ২:১০

ব্লগ মাস্টার বলেছেন: আপনার সার্চের বাহিরে যাইতে পারি নাই সে জন্য ধন্যবাদ ।

৭| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন +

২৪ শে জুলাই, ২০১৭ রাত ২:১১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় ভ্রাতা ।

৮| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন

ভালোবাসা অন্ধ।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ২:১৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় আলো ভাই । ঠিক বলেছেন তার পরেও কিছু কিছু মানুষ ভুলভাল কথা বলবেই যেন এগুলো তাদের স্বভাবে
পরিণিতি হয়েছে ।

৯| ২৪ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভিন্ন অনুভূতি। কবিতার প্যাটার্ন ভাল লেগেছে।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় শাহাদাৎ হোসাইন ভাই। সবই আপনাদের দোআ এই আরকি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.