![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
অনেক স্মৃতি রয়েছে,
সবই মন কেড়েছে,
হায়রে আমার এ বসুন্ধরা ঘিরে!
যাবো আমি তাকে ছেড়ে,
দূর থেকে বহু দূরে,
যাবো আমি আপন নীড়ে
আসবো না আর শত ডাকেও ফিরে,
হবে না দেখা আর সেই শেওলা ভাসা নদীর তীরে ।
ভেবে ভেবে পাবে ব্যাথা আমার মন,
কাঁটিয়েছি যে তোমাদের সাথে বহুটা দিন,
যাবার বেলায় সে তোমাদের সাথে হলোনা,
আমার শেষ দেখা,
তোমাদের রেখে যাচ্ছি আমি চলে একা !
নেই তোমাদের সাথে মোর কোন রক্তের বাঁধন,
যেটুকো আছে তা শুধু মমতার বন্ধন,
সেটুকোই মনের প্রাচিরে থাকিবে হয়ে যতন,
কেঁদে কেঁদে বলছে আমারি মন,
পর হয়ে থাকে চিরকাল পরেররি আপন !
ওটাই বুঝি রক্তের চেয়েও বড় বন্ধন ।
দেও তোমরা মোরে বিদায় জনমের তরে,
হয়েছে সময় যেতে হবে মোর আপন ঘরে !
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:২১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় শাহাদাৎ হোসেন ভাই ।
২| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০১
চিটাগং এক্সপ্রেস বলেছেন: একদিন চলে যেতে হবে সবকিছু ছেড়ে দিয়ে
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:২৪
ব্লগ মাস্টার বলেছেন: এটাই যে নিয়ম এখানে কেউ ফাকিবাজি দিতে পারবো না ।
৩| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: দেও তোমরা মোরে বিদায় জনমের তরে,
হয়েছে সময় যেতে হবে মোর আপন ঘরে !
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:২৫
ব্লগ মাস্টার বলেছেন: শত বাধা দিলেও কেহ যে মোরে আটকাতে পারবে না ।
৪| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই বিরহের কবিতা।
সুন্দর লিখেছেন।
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:২৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় নাঈম জাহাঙ্গীর ভাই ।
৫| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঘীরে*
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ধরার জন্য । আপনার প্রোফাইল পিকচার চেন্জ ।
৬| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৪
আখেনাটেন বলেছেন: বিদায় শব্দটায় বেদনাময়। ভালোলাগা কবিতায়।
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩১
ব্লগ মাস্টার বলেছেন: ওখানেই যে সকল কবি নীরব ।
৭| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১২
সনেট কবি বলেছেন:
ব্লগ মাস্টারর
ইসলামের সেবা কল্পে নিহত হলেন
কবি ব্লগ মাস্টারর সামুর পাতায়,
নাকি অন্য হেতু আছে নিহত বিষয়ে?
সেকি কোন ব্যর্থ প্রেম? তালাসে গেলাম!
গিয়ে দেখি রাশি রাশি সুন্দর কবিতা
ঝরে ঝরে পড়ে আছে ফুলের মতন
লোভ লাগে তুলে নিতে দু’হাতে সকল
তৃপ্ত হলো পড়ে শেষে বিষন্ন হৃদয়।
ও মাস্টার বলেনতো দেখছি কি ভাই?
লজ্জাবতি কবিতারা আনন্দ আবেগে
লুটোপুটি খায় কত কবিতা কাননে?
সে কবিতা কুন্তলেতে পুস্পের সম্ভার
মুগ্ধতার ছায়া দেখে জলের ভিতর
আহা কিযে রূপবতি অচেনা সুন্দরী!
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩৭
ব্লগ মাস্টার বলেছেন: একি স্যার শেষ পযন্ত আমিও দেখছি আপনার নজর এড়াতে পারি নাই ।আমার মত সাধারন ছোট ব্লগারকেউ আপনার সনেটে বন্দি
করে ফেলেছেন । অনেক কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ স্যার ।
৮| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৪
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা। ++
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় ধ্রুবক আলো ভাই । সব সময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলাম।
৯| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লেগেছে আপনার কাব্য ।
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:৪০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভাই ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চলে যাওয়াটা নিরেট সত্য কিন্তু ইহা এমন এক সত্য যা প্রিয়জনদের মন ভারাক্রান্ত করে।