![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
নীল সবুজের আকা এই জমির বুকে
দেখি আমি অন্ধ ক্ষমতার চোখে,
মুল্লুক আমার মগে
সব কিছুই যেন আমার অবুঝ সখে !
মনে ধরেছে আমার নোংরা পচন
বকে যায় সে অবুঝ বচন
ভাবেনা মন আমার হবে কি ? আগে
আর হবে কি ? পরে,
যদি একবার যায়,
আমার ময়া জাদুর ক্ষমতা ঝরে ।
ভুল মন্ত্র পাঠে
খাচ্ছি ধরা আমি হাটে আর ঘাটে ।
হয়ে আসছে আমার কালো জাদুর ক্ষমতা শেষ,
এখন শুধু বাকি আমার,
হারাবার শেষ নিঃশ্বেস ।
২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৩
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপু ।
২| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:১১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় শাহরিয়ার কবীর ভাইয়া ।
৩| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন কবিতায়, ভালো লাগলো।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:১১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ।
৪| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:২২
blogermassud বলেছেন: সুন্দর কবিতা ।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:১২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে