![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
দূর্সময়ের ভয়ার্ত গাঢ় শিহরণ,
মুহুর্তের বিজলী চমকে
সব ভয়ার্ত থমকে
যেন এক নতুন সূর্যের জাগরন,
সব বিপক্ষ বাদী,
বলার অধিকার বারণ ।
আহা! দুঃখ ছোঁয়া
কষ্টের আলোরন ।
আমাদের যুগ্ন হাতে,
কালো আধার রাতে
সময়ের ব্রেকাপে
চলছে কষ্টের পদধূলী ধাপে ধাপে,
তাইতো চলছে মুখ,
নির্ঘুম পহরী পথ কালো রাতের গতি মেপে মেপে ।
সময়ের বেড়া জালে,
ফাঁদের গ্যাড়াকলে,
পড়িয়ে চলছে মুক্ত হাতে দুরশাসনের হ্যান্ডকাফ!
মুক্ত অঙ্গনে দিনের আলোতেই,
চলছে অবিরত ছলচাচুরির পাপ,
তা দেখে ঘোড়ার পিঠে বসে গাঁধায় দেয় যে লাপ ।
হবেনা কারো রেহাই,
কেও পাবে না মুক্তি
উঠে পরে যতই আনুক যুক্তি
এ যে অভিশাপের চুক্তি ।
করবে না কেও কাউকে মাপ,
এ যে অগ্নিঝরা সময়ের বিরল অভিশাপ ।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:৩২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ তপোবণ ভাই ।শুভরাত্রী ।
২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ২:০৭
চাঁদগাজী বলেছেন:
শীতের শেষ, ভালুক একদিন ঘুম থেকে জেগে উঠে, তখন সামনে যা পায়, সব চুরমার করে দেয়।
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৭:০৭
ব্লগ মাস্টার বলেছেন: বেস্ট মন্তব্য করছেন ।
৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৩
কানিজ রিনা বলেছেন: হা হা হা চাঁদগাজীর একনাম ফেরেস্তা।
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৭:০৮
ব্লগ মাস্টার বলেছেন: আমি কিছু বলমু না ।
৪| ২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড় হাস্যকর কবিতা ।
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৭:০৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
৫| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৬
রওশন_মনি বলেছেন: অসাধারণ উক্তি।
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৭:০৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপু ।
৬| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ।
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৭:১০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৬
ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারণ কবিতা ।
৮| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন ভাই। কবিতা সুন্দর গড়েছেন। মুগ্ধতা +++++
৯| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৮
আখেনাটেন বলেছেন: করবে না কেও কাউকে মাপ,
এ যে অগ্নিঝরা সময়ের বিরল অভিশাপ । -- ভালো লিখেছেন।
সময় বড় নিষ্ঠুর। এই সময়ে অাপনি রাজা তো আরেক সময়ে প্রজা।
১০| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লাগলো +
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:২৯
তপোবণ বলেছেন: কাব্যগাঁথাটি দারুণ উপভোগ করলাম।
"হবেনা কারো রেহাই,
কেও পাবে না মুক্তি
উঠে পরে যতই আনুক যুক্তি
এ যে অভিশাপের চুক্তি ।
করবে না কেও কাউকে মাপ,
এ যে অগ্নিঝরা সময়ের বিরল অভিশাপ।" --- দারুণ!