![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
আর কত কাল বহিবো এই বোঝা
সংসার কর্ম নয় আমার জন্য সোজা ।
হে মহারাজা বল
মন যখন দিলে
তখন সে মনে কেন প্রেম দিলে ?
প্রেম যখন দিলেই,
তখন সে প্রেম কেন আবার কেড়ে নিলে ?
একি তোমার বিচার ?
একি তোমার আচার ?
তুমি পারো বটে,
প্রেম দিয়ে মানুষকে
প্রেম নামের জালে ফাসাতে
দেখে মহা খুশি তোমার কাজ
ধন্যতুমি মহারাজ,
কাউকে তুমি করছ আপন
কাউকে আবার করছ পর
অনেককে গড়ে দিচ্ছ
আবার অনেকের কেড়ে নিচ্ছ ঘর।।
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৬
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২| ১৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫২
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনি ভালো লিখেন ।
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৬
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন +++