![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
চুল নয় যেন,
বনলতাসেনের মালকিনী !
চোখ নয় যেন,
ফুস ফুসে বিষে ভরা নাগিনী !
নাক নয় যেন,
পোড়া বাশেরি বাঁশি
ঠোঁট নয় যেন,
দেখিয়া মরি তোরি যাদুর হাসি !
দাঁত নয় যেন,
মুক্তর দানা
তুই আমারে করিছনে বন্ধু,
তোরে ভালোবাসিতে মানা !
দেখিতে তুই যে,
এক অপরূপ মহিনী
গায়ের রঙ নয় যেন রঙিন শ্যাওলা,
দেখলে যেন,
হয়ে যাই আমি লক্ষিন্দর,
আর তুই আমার বেহুলা !
হে কত রূপের রূপ নারী
বলছি আমি তোরি,
করবো বুকে,
আমি আমার বসত বাড়ি।
ছবিঃ ইন্টারনেট
২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৬
ব্লগ মাস্টার বলেছেন: আমি আছি বায়ান্যো নম্বরে,এবার আশা আছে মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের শাশুড়ির সাথে পিড়িত করার।
২| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৬
তানহা তন্বী বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।
৩| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬
কানিজ রিনা বলেছেন: বেশ ভালই কবিতা। ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপু।
৫| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশ ভালো লেগেছে ।
২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে+
২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
আমি দেখি, লাইনে আপনার সিরিয়াল কত?