![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
নতুন দিন আছে হয় পুরনো জীবন নতুন জীবনের রূপে গতি বদলের পালা
মরছে শত শত মানুষ হচ্ছে ক্ষত বিক্ষত কত অবহেলা,
হচ্ছে না শুধু ঘৃণিত লুন্ঠিত অভিশপ্ত রাজনীতি বদলের পালা !
খণ্ডিত বিচের মত গজিয়ে উঠছে নতুন নতুন কত মুখ চেনা অপরিচিত অচেনা,
সবাই খুঁজে বেড়ায় নিজের খাদ্য অন্য বস্র আহার,
লন্ঠিত অবহেলিত পরে থাকা মানুষ গুলো নাই যে কেহ দেখার ।
নির্বাক বুলি থাকে যাদের মুখে ক্ষমতায় আসার আগে
ক্ষমতা লাভের পরে, জনগণের হক তারাই আবার কেড়ে নেয় তাদের ভাগে।
আগে হাত পেতে কেড়ে নেয় কতশত সরলতা মন
কিন্ত পরে সেই সরলতাদের ওপরে চাপিয়ে দেয় যত দুঃখ বোজার বহন
হায়রে আমার দেশ তুইযে এখন লোভিদের কাছে বন্দি
তাদের লোভলালসার সাথেই তোকে করতে হবে সন্ধি ।
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৩
ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতার চয়ন খুব ভালো লাগল।
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৩:৪৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা।