![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
যতই তুমি থাকো সরে
পারিবে না থাকিতে দূরে,
যখন হবে সময়
কাটিয়ে সব অভয়,
আসিবে পাশে,
টাণিবে কাছে,
ধরিবে তোমায় ঘীরে,
নিবে টেণে সেই সুখ নীড়ে ।
টপিকঃ মৃত্যু।
ব্যাখ্যাঃ
আমরা মৃত্যু থেকে যতই দূরে থাকিতে চাইনা কেন,মৃত্যু কিন্তু আমাদের পাশে সব সময় ঘুরে বেরায়,
শুধু সময় আর সৃষ্টিকর্তার অনুমতি অপেক্ষায় থাকে যখন সে অপেক্ষার পালা শেষ হয়ে যায় তখন আর
হাতে সময় থাকেনা আমাদের বেঁচে থাকার । যার যেখনে মৃত্যু লেখা আছে তার ঘুরেফিরে সেখানেই যেতে
হবে।পালাবার যতই চেষ্টা করিনা কেন সকল রাস্তাই বন্ধ থাকিবে সে সময়। তখন সামনে শুধু একটি পথই
খোলা থাকে আর তা হলো অনিবার্য মৃত্যু।
বানান ভুলের জন্য ক্ষমাপ্রাথী।
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি রজীব নুর।
২| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫
খায়রুল আহসান বলেছেন: মৃত্যু পরবর্তী জীবন সুখনীড় কিনা তা অজানা, তবে মৃত্যু অনিবার্য।
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি খায়রুল আহসান ভাই ।ওইখান থেকে যদি ভাই কেহ পালাইতে পারতো,আমি তারে পৃথিবীর
সব থেকে বড় ফেরারী ওস্তাদ মানতাম ।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৯
কামরুননাহার কলি বলেছেন: সুন্দর কবিতা । এক কথায় দারুন।
তবে মৃত্যু তো অনিবার্যই।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
ফয়সাল রকি বলেছেন: খায়রুল আহসান বলেছেন: মৃত্যু পরবর্তী জীবন সুখনীড় কিনা তা অজানা, তবে মৃত্যু অনিবার্য।
সহমত।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২
ব্লগ মাস্টার বলেছেন: সহমত।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
ব্লগ সার্চম্যান বলেছেন: মৃত্যু অনিবার্য ।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩
ব্লগ মাস্টার বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।