![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
বুকের পাঁজর খরায় শুকিয়ে হয় মরুভূমি কঠর
যেন শুকনো হৃদয় রক্ত কণিকায় জমাট বাঁধা
এক টুকরো মরা পাথর।
কেহ মরে কেহ ধরে
কেহ আগে কেহ পরে
কেহ বাহিরে কেহ ঘরে
কেহ আলো কেহ আঁধারে
করছে ভরাট গরম জলে তাদের কলসি
মোর ঘরে ঠান্ডা জলও নেই
মিষ্টি জলের পিপাসায় আমি যে মরছি।
২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২
ঠ্যঠা মফিজ বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।