নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার স্থপতি

পাগল পাগলামী করবে এটাই স্বাভাবিক

ক্যাপেটন ক্যাকটাস

আমি পাগল

ক্যাপেটন ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

আমি যুদ্ধাপরাধী বা রাজাকারদের ফাঁসি চাই না

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

আমি একজন বাংলাদেশী এবং আমার দেশপ্রেম এর সমস্ত অনুভূতি থেকে বলছি : আমি যুদ্ধাপরাধী-রাজাকার-আলবদর-আলশামস্ তথা ’৭১ নির্যাতনকারী হায়েনাদের ফাঁসি চাই না। আমি চাই বিচার হোক, ওরা শাস্তি পাক, দীর্ঘমেয়াদী শাস্তি। মৃত্যুর পরমশান্তি যেন তারা প্রতিমুহুর্তে আবেদন করে কিন্তু তাদেরকে মৃত্যুর স্বাদ নিতে দিতে চাই না। তারা জেলখানায় বসে আমাদের আনন্দ উল্লাস দেখবে, কয়েদি হিসাবে গোলামী করবে আর ’৭১ কৃতকর্মের জন্য অনুশোচনা করবে। আমরা প্রতিদিন, সপ্তাহ বা মাসে একবার তাদের দেখতে যাবে, গালি দিতে যাবো, জুতার মালা পরাতে যাবো। আমরা আমাদের সন্তানদের দেখিয়ে দিতে চাই - ঐ দেখ বাচ্চারা ওরা ছিল একাত্তের ঘাতক, ওকে একটা ইট মেরে প্রতিশোধ নাও। যুগ যুগ ধরে ওরা আমাদের কারাগারে বন্দি থাকবে আমাদের সুখ দেখবে, অনুতপ্ত হবে, মৃত্যু কামনা করবে কিন্তু সেই শান্তিও সহজের তাদের ভাগ্যে যেন না জোটে। আমি সমস্ত যুদ্ধাপরাধী-রাজাকার-আলবদর-আলশামস্ তথা ’৭১ নির্যাতনকারী হায়েনাদের সম্মিলিত একটা গ্র“প ছবি আমার উঠানে স্থাপন করবো যাতে প্রতিদিন শত শত বার সেটা পা দিয়ে পিশিয়ে আনন্দ পেতে পারি। আমি আমার প্রস্রাব খানার সম্মুখভাগে ১-২ ফিট উচ্চতা বরাবর রাজাকাদের ছবি রাখতে চাই যেন প্রতি বার প্রস্রাব তাদের মুখে করতে পারি। আমি বাংলাদেশের প্রতিটি ডাষ্টবিনগুলো তাদের সিম্বলে বানাতে চাই যেন প্রতিদিন আমাদের বজ্যগুলো ওদের উপর ফেলার আনন্দ পেতে পারি। আমি রাস্তার পাশে ফুটপাথে সারিবদ্ধ ভাবে রাজাকারদের ছবি বসাতে চাই যেন প্রতিদিন হাজার হাজার জনতা তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে আনন্দ উপভোগ করতে পারে। আমি সমস্ত যুদ্ধাপরাধী-রাজাকার-আলবদর-আলশামস্ তথা ’৭১ নির্যাতনকারী হায়েনাদের উত্তরাধিকারীকে সনাক্ত করতে চাই যেন তাদেরকে আমরা টিটকারী দিতে পারি, বেঈমান বলে গালি দিতে পারি, আড্ডায় সেখানে যেখানে তাদের সাথে দুরত্ব বজায় রেখে বুঝাতে পারি ‘তোমাদের পূর্বপুরুষদের হঠকারীতার জন্য আমরা তোমাদেরকে ঘৃনা করি’.........

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

জনি ইয়াহইয়া বলেছেন: ++++++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

ক্যাপেটন ক্যাকটাস বলেছেন: ধন্যবাদ ভাই জনি....

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

তাসজিদ বলেছেন: eguleke jodi jutar niche piste partam.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.