![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমানে সমান কখনো প্রতিযোগিতা হয় না। হয় আপনি শক্তিশালী নয়তো আপনি দুর্বল। শক্তিশালী হলে জয় নিশ্চিত করা পর্যন্ত মাঠে থাকুন কিংবা দুর্বল হলে বুদ্ধিমত্তা, কৌশল, মেধা সহ সম্ভাব্য সকল উপায়ে শক্তিমাত্তা বৃদ্ধির উপর জোর দিন।
১৯ মার্চ, মেলবোর্নে বাংলাদেশ জিতবে। এটা আমার আবেগের কথা নয়, আমার বিশ্বাস। পরিসংখ্যান আর তথ্য-উপাত্ত বিশ্লেষেন ভারত বাংলাদেশের চাইতে শক্তিশালী দল হতে পারে কিন্তু ব্যাটল-ফিল্ডে বাংলাদেশ ক্রিকেটবিশ্বকে চ্যালেঞ্জ জানাতে পারে তার প্রমাণ ইতিমধ্যে করেছে।
ভারতের প্রধান শক্তি হল ব্যাটিং আর বোলিং যথেষ্ট পরিমাণ দুর্বল। কিন্তু শক্তিশালী ব্যাটিং সক্ষমতার ছায়ায় লুকিয়ে দুর্বল বোলিংও ভয়ংকর রূপধারণ করে। আমাদের উচিত ভারতের বোলিংকে আক্রমণ করা, আমাদের ব্যাটিং যথেস্ট পরিমাণ কার্যকর আর বোলিং সাইডও যে কোন প্রকার চ্যালেঞ্জ গ্রহণের সক্ষম। ভারতীয় বোলারদেরকে সঠিকভাবে আক্রমণ করতে পারলে আমাদের বোলাররা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে।
শুধু একটা ভাল পরিকল্পনা প্রয়োজন আর পরিকল্পনায় কিছু নতুনত্ব থাকতে হবে যাতে ভারতের পূর্ব নির্ধারিত পরিকল্পনার উপর আঘাত করা যায়। আমাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান প্রতিদিনই ব্যর্থ হচ্ছে এটা আমাদের একটা সমস্যা, ভারতের বিপক্ষে যে ব্যর্থ হবে না তার নিশ্চয়তা কম। তাই আমার মনে হয় ব্যাটিং অর্ডারে একটু টুইস্ট আনা উচিত। এখানে আমার পরামর্শ হল -
সৌম্য আর সাব্বির ওপেনিং করতে আসবে, এরপর পর্যায়ক্রমে মাহমুদুল্লাহ, সাকিব, মুশফিক, নাসির, তামিম, মাশরাফি, আরাফাত সানি, রুবেল এবং তাসকিন। সৌম্য-সাব্বির নিয়মিত ভাল খেলছে এবং ওপেনারদের ব্যর্থতায় সবসময়ই সৌম্যকে একপ্রকার ওপেনিং করতে হচ্ছে সাথে সাব্বিরকে যোগ করে প্রথম পাওয়ারপ্লেতে কিছু রান আসার সম্ভাবনা আছে আবার শুরুতেই উইকেট হারানোর সম্ভাবনা কম থাকবে। যদিও তামিম নিয়মিত রান পাচ্ছে না তবুও প্রতিপক্ষের কাছে তামিম একটা আতংকের নাম, ঝুলিতে রেখে ভারতীয়দের দারুনভাবে ভয় দেখানো যাবে। টপ-মিডল অর্ডার-এ মাহমুদুল্লাহ-সাকিব-মুশফিক তাদের সক্ষমতা প্রমাণ করেছে। মিডল অর্ডারে নাসির-তামিম-মাশরাফির ব্যাটে ঝড় উঠার সম্ভাবনা আছে আর তাছাড়া আমার মনে হয় না যে, তামিমকে ৭নং এ ব্যাট করতে পাঠালে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। নিয়মিত ৫ বোলার (মাশরাফি-রুবেল-তাসকিন-সানি-সাকিব) দের সাথে অতিরিক্ত পার্টটাইমার হিসাবে তো থাকছে মাহমুদুল্লাহ-নাসির-সৌম্য আর সাব্বির। কঠিন পরিকল্পনায় বাংলাদেশ হিট আর ভারত??? ফিট......
©somewhere in net ltd.