নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার স্থপতি

পাগল পাগলামী করবে এটাই স্বাভাবিক

ক্যাপেটন ক্যাকটাস

আমি পাগল

ক্যাপেটন ক্যাকটাস › বিস্তারিত পোস্টঃ

লড়াই হবে অসম : Indian Bowler VS Bangladeshee Bowler

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৫

দুদলের ব্যাটিং-এ যথেষ্ট পরিমাণ শক্তিশালী, সঠিক সময়ে জ্বলে উঠলে যে কোন বোলিং শক্তিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। দুদলের তুলনায় ভারতীয় বোলিং থেকে বাংলাদেশের বোলিং-এর শক্তিমাত্রা বেশি আর এটাই হয়তো ব্যবধান গড়ে দিতে পারে জয়-পরাজয়ের, সেক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকবে।
ব্যাটিং-এর ক্ষেত্রে বাংলাদেশ যদি প্রথম পনের ওভার ২ বা তার কম উইকেট-এ ৬০/৬৫ রান করতে পারে তবে মনস্তান্ত্রিক লড়াইয়ে এগিয়ে যাবে। কারণ ভারত সব সময়ই ৪জন নিয়মিত বোলার নিয়ে খেলবে, ১৬-৩৫ ওভারের মাঝে ভারতীয় পার্ট-টাইম বোলাররা সঠিকভাবে কাজ না করতে পারে তবে বাংলাদেশ বড় স্কোর গড়তে পারবে। মেলবোর্নের পিচে রান আসবে বলে মনে হচ্ছে, বাংলাদেশ যদি ২৭০-৩০০ রানের টার্গেট সেট করতে পারে তবে লড়াইটা জমজমাট হবে। যদিও বাংলাদেশের বোলিং ২৪০-২৬০ কেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। টাইগারদের জন্য একটা মাত্র পরামর্শ, টেন্ডুলকারের ভাষায় - Watch the ball and play it on merit.
বোলিং-এর ক্ষেত্রে ভারতীয় ব্যাটিং-লাইনআপ অত্যন্ত শক্তিশালী যদিও বাংলাদেশের মিডল-টপ অর্ডার প্রতিদিনই ভালোভাবে ক্লিক করছে। ভারত প্রথমে ব্যাটিং করলে তাদেরকে যে কোন উপায়ে ২৫০-২৭০ রানের মধ্যে বেধে রাখার টার্গেট করতে হবে। যদিও বাংলাদেশ ভারতীয় বোলিং-এর বিরুদ্ধে ৩০০ রান চেজ করতে সক্ষম, তাই বোলারদেরকে খুব বেশি চাপ নেয়ার দরকার নেই। কিন্তু মনে রাখতে হবে ভারতকে যে কোন উপায়েই হোক না ৩০০ রানের আগে আটকাতে হবে কারণ ৩০০ রান ফিগারটা মানসিক টেনশনের কারণ হয়ে দাড়ায়।
যাই ঘটুক না কেন ১৯ মার্চ, নির্ভয়ে এগিয়ে চলো বাংলাদেশ... হারলেও তুমি আমার, জিতলে তো কথায় নেই.......... :):DB-);)

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


অনেক প্ল্যান, আোনেক আশা, দেখা যাক।

২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১৯ মার্চ, নির্ভয়ে এগিয়ে চলো বাংলাদেশ... হারলেও তুমি আমার, জিতলে তো কথায় নেই.......... :):DB-);)

৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৫

আলুমিয়া বলেছেন: আমি বাংলাদেশের এচিভমেন্টে খুবই খুশি। এর পর যা পাওয়া যাবে তা বোনাস।

৪| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৯

রিফাত হোসেন বলেছেন: প্রথম ভাল লাগা মানে + দিলাম । :)
আমি নিজেও একটি আর্টিকেল কপচালাম । Click This Link
লিংক এ ভ্রমন করতে না চাইলে মুখে কিছু শেয়ার করি...

আপনি যা বলেছেন তা আমারও একই মত । ভারত ১ম ইনিংস খেললে ৩০০ এর উপর পেরুতে দেওয়া উচিত হবে না । ৪০০ করলে , তা তাড়া করতে আমাদের ইতিহাসের সেরাটা দেখাতে হবে ।

আর আমরা আগে ব্যাটিং পেলে ৩০০ টার্গেট দিতে হবে ফাইট করার জন্য ।

একটু ভিন্নমত পোষন করছি ভারতের ব্যাটিং শক্তিকে নিয়ে, আমি ভারতের ব্যাটিং লাইন আপ কে মোটামোটি সমীহ করি । তারা তুলনায় শক্তিশালী এই দিক দিয়ে । কিন্তু এই বলে তারা দেবতা নয়, তারা মানুষ বলেই বিশ্বকাপের আগে অন্য দেশের ধোলাই খেয়েছিল । আর তাদের সাধারন বোলিং গুলিই সুন্দর লাইন লেন্থ প্র্যাকটিস এর মাধ্যমে এই বিশ্বকাপে জাতের হয়েছে ।
বোলিং এ তারা আহামরি নয় ।

তাদের দূবর্ল নয় তবে তবে তুলনায় দূবর্ল হল তাদের বোলিং বিভাগ যা আমাদের ব্যাটিং ভাগ এগ্রেসিভ হবে কিনা জানি না । অন্তত তামিম, মুশফিক,মাশরাফি সবাই নয় অথার্ত অতিরিক্ত আক্রমণাত্নক বিডির সবাই নন, যা দরকার অন্তত তাদের বিরুদ্ধে ।

তাদের স্ট্রং পজিশন হল ব্যাটিং বিভাগ তাই কাউন্টার করতে হবে সুন্দর বল দিয়ে । আর জ্বলে যদি তাসকিন,শফিউল,রুবেল, ম্যাশ উঠতে পারে তাহলে তো সোনায় সোহাগা ।

ক্যাচ মিস করা যাবে না ।

সুতরাং আমরা এক দিক দিয়ে তাদের শক্তিকে কাউন্টার করছি আর একই সময়ে দূবর্ল বিভাগে ব্যঘ্র কামড় বসিয়ে দিলেই কোন ভারত কোন অস্ট্রিলিয়ে ! সবাই তুলা ধুনা :)

কথাগুলি এক বাঙাল এর আবেগ প্রসূত নয় !

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

ক্যাপেটন ক্যাকটাস বলেছেন: ভারতীয় বোলিং-এর বিরুদ্ধে যুদ্ধ করা মানেই আমাদের ব্যাটসম্যানেরা কাউন্টার এ্যাটাকই করবে ভাইয়া আর আমাদের বোলাররা যখন যুদ্ধ করবে তা তো তাদের ব্যাটিং-কে ধ্বংস করতে.... ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর লিখেছেন......

৫| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৮

ঘুমন্ত আমি বলেছেন: এই খেলায় উত্তেজনা,আনন্দ,উল্লাস, হতাশা সব থাকবে এবং বাংলাদেশের জয় হবে!

৬| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: এখন যা হবে সব বোনাস। কোয়ার্টার ফাইনালে উঠেছি, এখন যা হয় তাতেই আমি খুশি :#) :#) :#) :#)

এইটা জিতলেই সেমিফাইনাল :)

৭| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

জায়গামতো বল রেখে বেশি বেশি ডট বল আদায় করা এবং ব্যাটিংয়ে ধিরস্থিরভাবে বলের গুনাগুন দেখে খেললেই বাংলাদেশ জিতবে বলে আশা করি।

ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী তাই উইকেটের চেয়ে ডট বলে গুরুত্ব বেশি দেয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.