![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#Boycott_IPL #Boycott_Pepsi
বৈধ দূর্নীতি আর বৈধ অর্থনৈতিক লেনদেন। যারা মনে করছেন, ভারত-বাংলাদেশ ম্যাচে দুই আম্পায়ারকে মোটা অংকের ঘুষ দেয়া হয়েছে, তারা এটা কখনোই প্রমাণ করতে পারবেন না। কারণ যুগ হল Give & Take এর, ঔ ম্যাচে বির্তকিত সিদ্ধান্ত দেয়ায় আম্পায়ারাদের সরাসরি মোটা অংকের টাকা দেয়ার প্রয়োজন হবে না কারণ তাদেরকে মোটা টাকার চুক্তিতে আইপিএল-এ নিয়োগ দেয়া হবে। ক্রিকেট সংশ্লিষ্ট পেশায় জড়িত সবাই জানে, আইপিএল এ টাকা উড়ছে আর সেই টাকা ধরতে হলে ভারতের লেজুরবৃত্তি ছাড়া কারো কোন উপায় নেই। বিশ্বের অন্যতম ক্রিয়া-বাণিজ্যিক সংগঠন আইছিছি!!! ও জানে আইপিএল-কে ধারণ-লালন-পালন করেই ব্যাংক-ব্যালান্স বৃদ্ধি করতে হবে।
বন্ধুরা, একটু পেছনের দিকে তাকিয়ে দেখো, আইপিএল শুরু হওয়ার পর মাঠে ভারত যাই করুক না কেন টাকার অংকে ক্রিকেট বিশ্বের কাছে লক্ষ্মীদেবতায় রূপান্তরিত হয়েছে। আইপিএল-ই যে প্রতিযোগিতামূলক ক্রিকেট এর ক্ষতিকর এটা উপলদ্ধি করার জন্য আমরা বদ্ধ দেরি করে ফেলছি।
ভুল যা আমরা করেছি তার শাস্তি মেলবোর্নে পেলাম, আমাদের উচিত ভুল থেকে শিক্ষা নেয়া এবং প্রতিরোধ করা। শুরু হোক আমাদের প্রতিরোধ আন্দোলন, কেউ একজন এগিয়ে এসো, একটা ইভেন্ট ভিত্তিক আন্দোলনের রূপরেখা দাড় করাতে হবে -
(১) আমরা আইপিএলকে বয়কট করব
(২) আইপিএল এর সাথে যদি আমাদের দেশের কেউ জড়িত হয় তবে সে যতবড় ’ষ্টার’ হোক না কেন তাকেও বয়কট করবো
(৩) বাংলাদেশের কোন চ্যানেল-এ আইপিএল এল খেলা প্রচার করতে দিবো না, বিদেশী যেসব চ্যানেল-এ আইপিএল- খেলা সম্প্রচার করবে, আইপিএল চলাকালিন সময়ে বাংলাদেশে সেগুলোর সম্প্রচার নিষিদ্ধ করতে হবে (প্রয়োজনে আদালতের দারস্ত হবো আমরা)
(৪) বাংলাদেশের কোন মিডিয়া (ইলেকট্রনিক/প্রিন্ট) আইপিএল এর কোন প্রকার কভারেজ করবে না, যদি কেউ করে তবে তাকেও আমরা বয়কট করব
(৫) আইপিএল-কে স্পন্সর করছে - সেটা সম্প্রচার বা অন্য যে কোন ইভেন্ট-এ হোক না কেন, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং যেসব বহুজাতিক কোম্পানীর পন্য আমাদের দেশের বিপনন করছে তার বিরুদ্ধে দেশীয় পন্য ব্যবহারে প্রচারনা চালাতে হবে এবং সেসব পন্য আমরা সহজে বয়কট করতে পারব তা যথাসম্ভব বয়কট করার চেষ্টা করবো
উপমহাদেশের যে সকল বহুজাতিক কোম্পানী ভারতকে স্পন্সর করছে, আইপিএলকে স্পন্সর করে ক্রিকেটকে কলঙ্ককিত করছে তাদেরকে মার্কেটিং প্রচারনা আঘাত করতে হবে আমাদের, বুঝিয়ে দিতে হবে ক্রিকেট শুধু ভারতীয়দের অধিকার নয়, আমরাও আছি। বহুজাতিক কোম্পানীর প্রয়োজন ব্যবসা আর আইপিএল বয়কটের কিছুটা হলেও আমরা তাদের বিপনন ব্যবস্থাপনায় আঘাত করতে পারবো যাতে তারা ভারতকে স্পন্সর করার আগে আমাদের কথাও একটু বিবেনায় আনে।
প্রিয় বাংলাদেশী সজ্জন, আসুন আমরা শুরু করি আমাদের প্রতিরোধ যুদ্ধ, যতদিন ক্রিকেট কলঙ্কমুক্ত না হবে, যতদিন ক্রিকেট সমস্তবিশ্বের মানুষের জন্য বাণিজ্য নয় বিনোদন হিসেবে প্রতিষ্ঠা হবে, ততদিন চলবে আমাদের এই প্রতিরোধ আন্দোলন.......
২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৫
ক্যাপেটন ক্যাকটাস বলেছেন: আইপিএল চলবে, আমরা আমাদের প্রতিবাদ করব, আমাদের মত করে...
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩
ঢাকাবাসী বলেছেন: উন্মুক্ত বানিজ্যের যুগে এটা সম্ভব হবে কি? কোটি কোটি টাকার কাছে আবেগ কাজ করেনা। আপনার সেন্টিমেন্টকে সন্মান করেই বলছি, কিছুই হবেনা, আইপিল তার মাথা উঁচু করেই চলবে, সবকিছুই চলবে।