![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভদ্রলোক নিজেই নিজেকে খাচায় পুরলেন কিনা ভেবে দেখতে হবে, পাঠকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি , আমি আসলে সোজা ভাবে ভাবতে পারিনা,বক্র সমাজ আমাকে এ ভাবেই ভাবতে শিখিয়েছে,তবে আমি যে একজন মুসলমান সেটা মাথায় রাখার চেস্টা করি, সেটাই করা উচিৎ। কথা হচ্ছিলো এক ভদ্রলোককে নিয়ে, আসলে তার চেয়ে বেশি তিনি একজন চিকন মেধার অতি সফল! ব্যাক্তি,সজ্জন,সুবেশি,সুগন্ধপ্রিয়, আমুদে বিশেষ করে যখন আশে পাশে সমাজের ডাকসাইটে সেলিব্রেটিরা থাকে । বিত্ত তার পায়ে লুটোপুটি খায়। ডজন খানেক পেশিবহুল নিরাপত্তা এবং কমনীয় দেহরক্ষী নিয়ে তার চলাফেরা,সমাজের উচু তলার মানুষগুলোর চেয়েও খানিকটা উচুতে তার অবস্থান। দেশের শাষকদের শাসন করতে পারেন অবলীলায়, তবে নিরবে। এমন ধরনের একজন ব্যাক্তিকে কেউ বা কোনো দোকান জবাবদিহির আওতায় আনবে,কেনো জানি ঠিক অংকে মেলেনা। তো এব্যাপারে আমার একান্ত নিজস্ব একটি ক্ষুদ্র পর্যালোচনা তুলে ধরলাম ।
ধরুন আমি একজন বিদেশী নাগরিক ,আপনি একজন সুপার হাই প্রোফাইল আন্তর্জাতিক ধুসর ব্যাবসায়ি আপনার কিছু (হাজার কোটি লিখতে কয়টা শুন্য দিতে হয় আমার জানা নাই) টাকা আমার দেশের আইনত আমি জব্দ করছি, আপনি কোনো ভাবেই তা আদায় করতে পারছেন না আমার দেশের প্রচলিত আইনকেও ঠিক বাগে আনতে পারছেন না । তো আপনি ঠিক করলেন ব্যাপারটা যেহেতু আন্ত রাষ্ট্রীয় তাই কূটনীতিক ও রাজনৈতিক কৌশলে আপনার জব্দ করা টাকা ফেরত পাবার চেষ্টা করবেন। আপনি দেশের রথী মহারথীদের সাথে দেন দরবার শুরু করলেন, তাদের পরামর্শে সহযোগিতায় একটি নাটকের চিত্রনাট্য তৈরি হোলো,আপনি নিজে একজন সুপার সেলিব্রেটি যেনতেন ভাবেতো আর নাটক শুরু করা যায় না,তাই প্রথমেই ক্লাইমেক্স । এর মাধ্যমে আপনার জব্দ টাকার পরিমান প্রকাশ করা হোলো, আপনি মিডিয়ার বিষয়ে পরিনত হলেন এবং তাদের মারফত ঘোষণা দিলেন , টাকা ফেরত পেলে আপনি সবাইকে ললিপপ কিনে দেবেন। নাটকের দ্বিতীয় পর্যায়ে আমরা দেখবো ললিপপের টোপ কিভাবে কাজ করে। to be continude.....
©somewhere in net ltd.