![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক হচ্ছেনা একদম ঠিক হচ্ছেনা,লেবু চিপে তেতো করার ফল বাংলাদেশের ক্রিকেটের জন্য অশুভ বার্তাই বয়ে আনবে, সেদিন যা হয়েছে বিশ্ব দেখেছে, কীর্তিমান প্রভাবশালী ক্রিকেট ব্যাক্তিত্তরা যার সরাসরি সমালোচনা করেছে,অইটাই ছিলো আমাদের জন্য বড় লাভ। বাংলাদেশের মিশন টার্গেট ছিলো কোয়ার্টার ফাইনাল আমরা তা খেলেছি, ভারতের মত দলকে হারিয়ে সেমিতে খেলা ছিলো শুধুই এক সম্ভাবনা, যদি কোনরকম পক্ষপাতিত্ব ছলচাতুরী নাও হোতো একটু ক্রিকেট বোঝেন এমন ব্যাক্তি খুব সহজেই মানবেন যে খেলা বাংলাদেশ সেদিন খেলেছে তাতে জেতার কোনো সম্ভবনা ছিলোনা, হারের ব্যাপকতাটা কমে আসতো হয়তো। আমাদের জন্য সেদিনের বাজে আম্পায়ারিং শাপে বর হয়েছিলো বরং, যার কারনে জিতেও ভারতকে কলংকের কালিমা বহন করতে হচ্ছে, আর এখানেই আমাদের জয়। যা বলার যা ঘটার ঘটে গেছে ,এটা কনো বাংলা সমস্যা না যে এখন ফলনা দফনা,মিটিং মিছিল, প্রতিবাদ করে দাবি আদায় হবে। মনে রাখতে হবে আই সি সি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা, ভারত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া হচ্ছে এর মুল নিয়ন্ত্রক,এই ICC ঠিক করে ফি বছর কোন দেশ কোন দেশে খেলতে যাবে,কয়টা কি ধরনের ম্যাচ খেলবে, কোন দেশের ক্রিকেট ইনফ্রা স্ট্রাকচার কতটা উন্নতি করলো, কারা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সক্ষম। আই সি সি যদি চায় আমাদের ক্রিকেটের বারোটা বাজতে সময় লাগবেনা। সুতরাং আমাদের এখন ভাবতে হবে কিভাবে এই সংস্থাকে আস্থায় রেখে কনভিন্স করে ইন্টারন্যাশনাল সিরিজগুলিতে আমাদের আম্পায়ার, কমেন্টেটর, ম্যাচ রেফারিরা জায়গা পান। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ প্রমাণ করেছে তারা ফেলে দেয়ার মত দল না। সারা বছরে ইংল্যান্ড যতগুলি ওডিআই সিরিজ খেলবে, অন্তত তাদের সমান সিরিজ খেলতে চাওয়াটা কিন্তু এখন আমাদের ন্যায্য অধিকার। সেটা আদায়ের জন্য লবিং করতে হবে যেন, আমাদের প্লেয়াররা আরও বেশী বেশি ফরেইন লিগগুলি খেলতে পারে। বাংলাদেশ যেনো আগের তুলনায় বেশি বরাদ্দ পায় ক্রিকেটের উন্নয়নে। এইসবের জন্য দরকার ঠান্ডা মাথার মগজের খেলা, লম্ফ জম্ফ করে এই সংস্থার কিসসু করা অন্তত আমাদের পক্ষে সম্ভব নয়। একটা শত কোটি টাকার স্পন্সর করার কোম্পানি নাই আমাদের। ভারত ICC কে হাজার কোটি টাকার স্পন্সর দেয় ,এটা বাস্তবতা। আপনার সাধের দলের তারকা খেলোয়ারের বছরে ষাট পঁয়ষট্টি লাখ টাকা বেতন পান এই ICC এর বদান্যতায় । তাই বলছি এই সব ছাড়েন যে চিপা চিপ্সেন তাতে লেম্বুতে আর রস নাই, চুপ চাপ থাকেন যাদের কাজ তাদের করতে দিন । আর ফাল পাড়োনেরা অফ যান......।
©somewhere in net ltd.