![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন ঘুমোতে যাই
তুমি ছাড়া আর কিছুই আমার চিন্তায় আসে না
অনেক চেশ্টায়ও ঘুমোতে পারি না
বিনিদ্র কাটে আমার ঘন্টার পর ঘন্টা
তবু ঘুম আসে না ,
তবু তুমি যাও না
সূর্য ওঠার অনেক পরে যখন দুচোখের পাতারা ক্লান্ত হয়ে এক হয়
তখন তুমি স্বপ্নে আস
স্বপ্নে তোমার সাথে অনেক ঝগড়া হয় , খুনসুটিও হয়
স্বপ্নে একবার তোমায় বিয়েও করেছিলাম
কত্ত ছেলেমানুষ আমার স্বপ্নরা
ভাবতেও হাসি পায়
যতক্ষণ ঘুমোই আমি
ঠিক ততক্ষণ তুমি থাকো
তবু তুমি যাও না
ঘুম থেকে উঠে যখন বাস্তবে ফিরি
দেখি আমি আজও একা
তুমি পাশে নেই
রাগে নিজেকে মেরে ফেলতে ইচ্ছে হয় তখন
আবার তোমার চিন্তারা ঘিরে রাখে আমায়
চোখের সামনে তোমায় দেখি
খানিক পরেই বুঝি হ্যালুসিনেশন হচ্ছে আমার
চোখের সামনে থেকে তোমার ছায়ারা চলে যায়
তবু তোমার ভাবনারা আমার পিছু ছাড়ে না
তবু তুমি যাও না
অনেক আগে তোমার চিন্তাগুলোকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম
সেটাই পারিনি
আর এখন তো আর তাড়াতে চাই না
তবে তুমি কেন যাবে
এই সারাদিনের ছোট্ট ছোট্ট তুমিকে নিয়েই আমি বেঁচে থাকবো আজীবন
তুমি কখনো যেও না
©somewhere in net ltd.