নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসব আজীবন

বাকস্বাধীনতার যুগে নিজের মতো করে লিখতে চাই

নিঃসঙ্গ জীব

নিঃসঙ্গ জীব › বিস্তারিত পোস্টঃ

বেইমান বাঙালি

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৪

এই দেশের মুসলমানরা হিন্দুর রেখে যাওয়া সম্পত্তি ভোগ করবে, হিন্দুর সেলুনে চুল কাটবে, হিন্দু ডাক্তারের চিকিৎসা নিবে, হিন্দুর বানানো সোনার গহনা বউরে পড়াবে, হিন্দু শিক্ষকের কাছে পড়বে, হিন্দুর দেয়া করের টাকায় দেশ চালাবে কিন্তু হিন্দুদের মন্দির পোড়ানোর সময় তাদের বিবেক কাজ করবে না। প্রতিমা-বাড়ি ভাঙ্গার সময় তাদের বুক কাঁপবে না। এখনও দেশের অধিকাংশ মুসলমানদেরই ধারনা হিন্দুরা বাঙালি হতে পারে না, তারা ভারতীয়। আমাদের মুসলমানদের ধর্মীয় অনুভূতি থাকতে পারবে, কিন্তু হিন্দুদের কোন ধর্মীয় অনুভূতি থাকতে পারবে না। বাঙালি জাতি আসলেই বড় বিচিত্র বেইমান।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৯

আমি মেহমান বলেছেন: 'লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে।'
তা এরা যে মুসলমান তা আপনি জানলেন কিভাবে? কপালে বোধ হয় স্টাম্প মারা ছিল 'আমি মুসলমান!'

মন্দির ভাংগা আর মসজিদ ভাংগা সমান - মুসলমানের কাছে। বিবেকের কাছে প্রশ্ন করেন - 'মন্দির কারা ভাংগতেছে? পিলকানা কারা ঘটিয়ে ছিল? ওরা রাজাকার না সরকার?'

এর উত্তর পত্র-পত্রিকায় পাবেননা - নিজের চোখে দেখে নিতে হবে!!!

২| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২০

শিপন মোল্লা বলেছেন: বাঙালি জাতি আসলেই বড় বিচিত্র বেইমান।

৩| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৯

কাজী মামুনহোসেন বলেছেন: @হনুমান ভাই

মন্দির ভাংছে রাজাকারের জারজ সন্তানরা,
যারা দেশকে পাকিস্থান বানাতে চায় তারা.....

@লেখক যারা এসব কাজ করে তারা কখনও মুসলিম নয়, তারা ধর্মের অনুশাষন মানেনা বলেই এসব কাজ করতে পারে।

৪| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৭

সবুজ-ভাই বলেছেন: আপনার কি ধারনা মুসলিমরা খুব ভাল আছে বাংলাদেশে ? তাদের ধর্ম সুরক্ষিত ? তারা খুন হয় না ধর্ষিত হয় না? তাদের কোন সমস্যা নেই এই দেশে ?

৫| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫০

দায়িত্ববান নাগরিক বলেছেন: মন্দির মসজিদ শহীদ মিনার ভাংছে জামাতি জারজরা। ওদেরকে দেশ ছাড়া করতে হবে।

৬| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৮

কলাবাগান১ বলেছেন: বাঙালি জাতি আসলেই বড় বিচিত্র...অবশ্য জামাতিরা বাংগালি কিনা সন্দেহ আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.