নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসব আজীবন

বাকস্বাধীনতার যুগে নিজের মতো করে লিখতে চাই

নিঃসঙ্গ জীব

নিঃসঙ্গ জীব › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো কবি

২৭ শে মে, ২০১৩ রাত ২:০৯

সাবালিকা আজকাল খুব দুষ্টু হয়েছে,

কথায় কথায় মন খারাপ করে।

সাবালিকা আজকাল খুব দুষ্টু হয়েছে,

কথায় কথায় রাগ করে।

সাবালিকা আজকাল বড্ড অবুঝ হয়েছে,

কথায় কথায় হারিয়ে যায়।



সাবালিকা বোঝেনা যে তার মন খারাপ কবির পছন্দ না,;

সাবালিকা বোঝেনা যে তার রাগ কবির ভালো লাগে না;

সাবালিকা বোঝেনা তার হারিয়ে যাওয়া কবিকে এলোমেলো করে;



কবি আর এলোমেলো হতে চায় না,

কবি আর কবিতাও লিখতে চায় না।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সাবালিকা নিঃসন্দেহে ভাগ্যবতী!!!

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৩৬

নিঃসঙ্গ জীব বলেছেন: কবি নিজেকে বেশি ভাগ্যবান ভাবে সাবালিকাকে কল্পনায় পেয়ে :)

২| ২৮ শে মে, ২০১৩ সকাল ৮:৪৭

একজন আরমান বলেছেন:
কবি আর এলোমেলো হতে চায় না,
কবি আর কবিতাও লিখতে চায় না।


সত্যিই তাই। কবি শুধু সাবালিকাকে চায়।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৩৮

নিঃসঙ্গ জীব বলেছেন: কবি আসলেই অনেক এলোমেলো

৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: সাবালিকা !!! যখন শুরুর দিকে সামুতে আসতাম , টুকিঝা আপু সাবালিকা নামক বিভাগে সে কি ঘোরলাগা পোষ্ট দিতো ! ওসব পড়েই সামুর প্রতি একটা ভালোলাগা এসে পড়েছিল !
কবিতায় +++ !

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:৫০

নিঃসঙ্গ জীব বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.