![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কান্না পছন্দ করি না
তবে নিঃশব্দে কাঁদা আরো অপছন্দ করি
আমার চঞ্চলতা ভালো লাগে
কিন্তু জোর করে চঞ্চল সেজে থাকা আরো অপছন্দ করি
আমার হাসিখুশি তোমাকে ভালো লাগে
তাই বলে তোমার জায়গায় তুমি সেজে অন্য কেউ বসে থাকাও অপছন্দ করি
আমি সাবালিকাকে পছন্দ করি
কিন্তু মিথ্যে লজ্জাবতী সাবালিকা আমি অপছন্দ করি
আমি আর দশজন নই, আমি কবি
তাই আমার সামনে তুমি কাঁদবে, নির্লজ্জের মত
আমার কাছে তুমি নিজেকে প্রকাশ করবে, নির্লজ্জের মত
আমার সামনে তুমি যা ইচ্ছা করবে, নির্লজ্জের মত
আমি সত্য নির্লজ্জ সাবালিকা চাই
আমি সত্য তোমাকে চাই।।
২| ০৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩০
নিঃসঙ্গ জীব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর!