নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসব আজীবন

বাকস্বাধীনতার যুগে নিজের মতো করে লিখতে চাই

নিঃসঙ্গ জীব

নিঃসঙ্গ জীব › বিস্তারিত পোস্টঃ

উপসংহার

৩১ শে মে, ২০১৮ রাত ৩:১৮

অন্ধকারময় একাকীত্বে নিঃসঙ্গ সত্তার বুক ভরা কষ্ট,
হতাশাগ্রস্ত আর্তনাদ আর শব্দহীন কান্নার সাথে চোখ লাল হয়ে আসা রাজ্যের অভিমান-
এগুলো আমার ব্যক্তিগত অধিকার জেনে রেখো।

জ্যোছনায় মরা কোকিলের জন্য
একটি একা কাকের শোকের মাতমে ম্লান হয়ে যাওয়া রাতে পুড়ে ছাই হয়ে যাওয়া সবগুলো ধূম্রশলাকার সাথে যে প্রেম-
তা শুধুই আমার মনে রেখো।

নিজের শরীরের বাইরে যে হৃদয়ের বসবাস,
যার সাথে কোন দেনা-পাওনা নেই অন্য কোন হৃদয়ের,
যে ভালোবাসতে জানে শুধু ভালোবাসা না চেয়ে-
তা শুধুই আমার থাকবে লিখে গেলাম।

যে ধূসর খাতা পড়ে আছে ঘরের পুরনো ময়লার স্তুপে,
যেখানে লেখা ছিল শত শত কবিতা পৃথিবীর পাণ্ডুলিপির জন্য,
জন্মের ঠিক পরেই যাদের খুন করা হয়েছিল সচেতনে-
তাদের শবদেহ আজ জ্বালিয়ে দিয়ে গেলাম।

আমি আজ স্বেচ্ছায় মুক্তি দিলাম নিজেকে,
আমি সজ্ঞানে মৃত ঘোষণা করলাম এই ক্লান্ত হৃদয়কে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



অনেক অনেক কঠিন ও কঠোর বক্তব্য, সিদ্ধান্ত!

২| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

৩| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:২১

লাবণ্য ২ বলেছেন: সুন্দর।

৪| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:১১

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ভাল :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.