![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন নিয়মে অনিয়মে
ইচ্ছায় অনিচ্ছায়
সকালে রাতে
করিডোরে কিংবা মাঠে
দেখা হত নিত্যদিনের পরিচিত মুখগুলোর সাথে;
এখন আর করিডোরে হাঁটি না,
এখন আর মাঠে যাই না,
এখন আর পরিচিত মুখ দেখি না,
এখন আর আমি কাউকে দেখি না।
বিকেলে ক্যাম্পাসে যেতাম
একা কিংবা কারো সাথে
গল্পে গল্পে কাটতো অদ্ভুত সময়
কখন চারিদিক নিশ্চুপ হয়ে যেত জানতাম না;
কয়েক বছর হল আমি গল্প করি না,
কয়েক বছর হল আমি ঘুরতে যাই না,
কয়েক বছর হল সাথে কেউ নাই,
কয়েক বছর হল আমার বিকেল আসে না।
রোজ রাত্তিরে হাঁটতে বের হতাম,
গেট পেরিয়ে কাছেই;
ক্লান্ত হয়ে গেলে ফিরতাম পরিচিত টং দোকানে
এক কাপ কন্ডেন্সড মিল্ক দিয়ে ঘন দুধ চা খেয়ে ঘুমাতে যেতাম;
রোজকার সেই রুটিনে বাধা পড়েছে অনেকদিন হল,
অনেকদিন হল আমি রাতে চা খাই না,
অনেকদিন হল আমি রাতে বের হই না,
অনেকদিন হল আমি পরিচিত সেখানে নেই,
অনেকদিন হল আমি আর সেই আমি নেই।
২| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫২
লাবণ্য ২ বলেছেন: চমৎকার।
৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০৭
স্বচ্ছ দর্পন বলেছেন: সময়ের সাথেদিন দিন গুলি পাল্টে যায়। এটাই স্বাভাবিক ।
ভালো লিখেছেন।
স্বচ্ছ দর্পন ব্লগটা ঘুরে আসার অনুরোধ রইলো। ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৮ রাত ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
ভাবনার বিষয়, কমপক্ষে ব্লগে বেশী করে লিখুন!