![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu
প্লিজ লেখাটি পড়বেনঃ
"মা"
পৃথিবীতে 'মা' ডাকের চেয়ে মধুর শব্দ আর কখনো সৃষ্টি হবে না।
'মা' শব্দটাই অনেক বেশী স্পেশাল।
'মা' শব্দটি আবেগঘন ভালো লাগা অনুভূতির নাম।
'মা' পারে তার সমস্ত দিয়ে সন্তানকে ভালোবাসতে।
আমার 'মা' এই পৃথিবীর শ্রেষ্ট 'মা'।
একজন নারীর জন্য আমি অসম্ভবকে সম্ভব করতে পারি ,
সে আমার মা।
তাই,
আমার 'মা' আমার পৃথিবী।
বাইরে গেলে এমন কোন দিন নেই যে 'মা' ফোন দেয় না।
অথচ,
যান্ত্রিকতার এই যুগে ভালোবাসা হয়েছে কর্পোরেট।গার্লফেন্ড কখনোই 'মা' এর জায়গা নিতে পারে না,পারে না কোন স্ত্রী।
একটু সময় নিয়ে ভাবুন,
ভাবুন আপনি আপনার 'মা' কে ভালোবাসেন।
ভাবুন ,
আপনি বাড়ি ফেরার পর হাসি মুখ , আপনার প্রিয় রান্না খেতে দিয়ে তার তৃপ্তিভরা মুখ অথবা আপনার কষ্ট দেখে তার চোখের জল।
দিনের একটু সময় 'মা' বা 'বাবা'র জন্য রাখুন।
মাত্র দুই মিনিট ভালোবাসার মানুষের অপ্রয়োজনীয় কথা না শুনে অথবা ফেসবুকে অচেনা কারো সাথে চ্যাট না করে ,
মা বাবার খোঁজ নিন।
যে বড়কে সম্মান করে , কেউ তাকে ছোট করতে পারে না।
কারন,
তার মানবিক দিক অনেক অসাধারন।সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ।
আমার কাছে সেই সত্যিকার মানুষ যে তার বাবা মা কে তাদের প্রাপ্য সম্মান দেয়।
লিখাঃ কাব্যপ্রেমী রিফাত ।।
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
সুমন কর বলেছেন: সত্য কথা!
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
বটবৃক্ষ~ বলেছেন:
"মা" _ জগতের সবচে সুন্দর শব্দ!
যান্ত্রিকতার এই যুগে ভালোবাসা হয়েছে কর্পোরেট।গার্লফেন্ড কখনোই 'মা' এর জায়গা নিতে পারে না,পারে না কোন স্ত্রী।
এই তুলনায় যারা যায় তারা বেকুব গোষ্ঠীর প্রানি!
পোস্টের সবগুলো বিষয়ের সাথেই একমত।
মাকে ভালবাসি!!
আসুন মাকে ভালোবাসা জানাই।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: সত্য কথা!
৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
লিখেছেন বলেছেন: মন্তব্য ভালই হইয়াছে , তবে বাক্য বিন্যাসে দুর্বলতা পরিলক্ষিত হইয়াছে। যাহা হোক, পরিশ্রম করিলে এই ত্রুটি গুলি কাটিতে পারিবেন বলিয়াই আমার বিশ্বাস । রসের উপাদান যথেষ্ট ছিল যাহা পাঠকদের চিত্ত উৎফুল্ল করিয়াছে তাহাতে বিন্দমাত্র সন্দেহ নাই। বাংলা সাহিত্যে সৈয়দ মুজতবা আলি পরবর্তী ওই ঘরানার লেখকদের চাহিদা মিটাইতে বিশেষ সচেষ্ট থাকিবেন এই প্রত্যাশায় ।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
ডরোথী সুমী বলেছেন: অফিসে আসার পর সাধারনত বাসায় ফোন দেয়া হয়না। মনে হয়েছিল এটা কোন ব্যাপারনা। নববর্ষে মা কপালে চুমু খেয়ে বলেছিল তুমি বাইরে গেলে খুব টেনশনে থাকি, ফোনও করনা। তখন ভীষণ খারাপ লেগেছিল মায়ের জন্য।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
কাব্যপ্রেমী রিফাত বলেছেন: ধন্যবাদ । ব্লগে সময় কম দেয়া হয় । আপনাদের মন্তব্য পেয়ে আরো উত্সাহ পাবো বলে আশা রাখি ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: Good post.