![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu
Unknown নাম্বার থেকে ফোনঃ
- হ্যালো ।
: তোমার পরীক্ষা কবে ?
- আমার পরীক্ষা ।
: তো কার ?
- কি পরীক্ষা ।
: আর্মিতে ।
- ক্যানো ? আপনি কে ?
: আমি তোর আন্টি । এইটা নতুন নাম্বার । এইরকম কান্নাকাটি মার্কা ভয়েস ক্যান?
- আন্টি ঘুমাইছিলাম।
: তোমারে কি ঘুমাইতে পাঠাইছি ?
- না আন্টি ?
: ফেসবুকে তোমার আইডির নাম ?
- কি আন্টি ?
: কানে শোনো না ?
- জি আন্টি । মানে না আন্টি । মানে বুঝি নাই ।
: কাব্যপ্রেমী রিফাত ?
- হ্যাঁ আন্টি । জি আন্টি । ক্যান আন্টি !
দাঁড়াও আমি একটু পর ফোন দিচ্ছি।পাঁচমিনিট পর ফোন আসলোঃ
- সব গল্প তোমার লেখা ।
: জী আন্টি ?
- কোন মেয়ের সাথে কিছু হইছে ?
: না আন্টি ।
- এত ছ্যাঁকা খাওয়া গল্প লিখে রাখছো।ঘন্টাখানেক ধরে পড়া হইছে।এইসব লিখে পড়ো কখন ?
: পড়ি না তো।
- মানে ?
কথা ঘুরায় দিয়া বললামঃ
:পড়ি না তো কি করি ? পড়িই তো ।
- তোমার জন্য মেয়ে খুঁজতেছি ।
: মানে ?
- দেবদাসের মত ছাগল হওয়ার চাইতে ঘরসংসার কর ।
: কিসব কন ? এখন কি বিয়ার বয়স অইছে ? -_-
- তাইলে এত পিরিত পিরিত করো ক্যান ?
- লিখতে ভালো লাগে ।
: নামের পাশে হিমু লেখা ক্যান ?
- এমনি ।
: তোমার বাপ , মা আর আমরা কেউ তো তোর নাম হিমু রাখছি বইলা মনে পড়ে না। ঢাকা যাইয়া পাকছো ? থাপ্পড় চেনো ?
- জি।
: খাইছো।
- না ?
: একটা মেয়ে সত্যিই দেখতেছি।চান্স পাও । পরে কথা বলবো । তোমার মাকে বলার আগে তোমার কইলাম ।
: কয় কি ?
- না পড়ালেখা করা কোন ছাগল বসায় রাখার চেয়ে জবাই করা ভালো ।
: জানি ।
- রাখি ।
: আচ্ছা ।
- একটা কথা !
: কি ?
- গল্পগুলা ভালই লিখছো। দুইটা পড়ছি।
: কই পাইলেন ?
- পলিন আইডি খুলছে । তাও আবার কি জানি টাইপ ইংরেজি নামে।
: পলিন।মাত্র না সিক্সে পড়ে।
- এইজন্যই বিচার হচ্ছে ঐটার ।
: একাই খুলছে।কেমনে ?
- সব দোষ তোমার ।
অতঃপর কাহিনী যা জানা গেল । তাহার সারাংশ হইলে পুরো ফোন কল পলিনকে ভয় দেখানোর জন্য !ও যেন ফেসবুক থেকে দুরে থাকে।
আমি প্রশ্ন করলামঃ বাড়িতে কিভাবে বুঝলো যে ফেসবুক চালায় ?
আন্টি বললোঃ পাশের বাড়ির পিচ্চি মেয়েকে গল্প দিছে।জানো আমার না ফেসবুক আছে।পরে ওর ফোনে পাওয়া গেল আইডি !
ফোন সিস করছি।
সারা আইডি ভর্তি নাকি মেয়ে আইডি !
আমি বললামঃ যাক বাবা বাঁচলাম । আমি তো ভাবছিলাম ...।
আন্টি মুখের কথা কেড়ে নিয়ে বললেনঃ জী পড়ালেখা না করলে সত্যি বিয়ে দিবো।মেয়ে আমার পছন্দ করাই আছে!
আমি একটু চাল খাটায়া বললামঃ
মেয়ের দেখেন কার না কার সাথে রিলেশান ! আর আমারে তো চিনেই না !
আন্টি এবার অট্টহাসি দিয়ে বললেনঃ
তোমার প্রোফাইল পিকচার ডাউনলোড করানো আছে । আইডি লিংক ও ! আইডি অফ টফ যেন না করা হয় । আর নামের পাশে হিমু থাক !
আমি মিনমিন করে বললামঃ আন্টি আপনি ভালোই মজা করতে পারেন !
আন্টি রহস্যের হাসি হেসে ফোনটা রেখে দিলেন।
খানিকটা আতঙ্কিত বোধ করছি । কি যে ঘটবে ! -_-
©somewhere in net ltd.