![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu
জোনাকীরা জেগে যাওয়ার আগেই একদিন সূর্যের আলোর নিচে হারিয়ে গিয়েছিলাম সবুজের মেঠো পথে।
আমায় যেন গিলে খেয়েছিলো সবুজ বনের পথ।
ঘন্টার পর ঘন্টা আমি হেঁটে ছিলাম।
তারপর বনের ভেতর যেখানে শেয়াল আর আরো হিংস্র প্রানীদের আশ্রয়,
সেখানে গাছের ওপর একটা পুরনো মাঁচা আছে মাঝখানে,
আমি চুপ করে নিঃশ্বাস নিচ্ছিলাম,
যেন কেউ শুনে ফেললে ঝাঁপিয়ে পড়বে।
একবার ভাবলাম ফিরে যাই।
একা একা এই জঙ্গলে কেউ দিনেও আসবে না নিশ্চিত।
বাদুড় উড়তে বা বড় শকুনের দৃষ্টিতে নিজেকে দেখে ভয় পেয়ে যাচ্ছিলাম।
অবশেষে,
পুরো গাছপালার আচ্ছাদন পূর্ণ হয়ে গেলো আলোয়।
সেদিন জোছনা ছিলো।
বিশাল জোছনা।
যেন পুরো পৃথিবী ভেসে যাচ্ছে জোছনার মহাপ্রলয়ে।
মনে হচ্ছিলো প্রকৃতির এই আয়োজন শুধু আমার জন্যে।
আমি যেন মিশে গিয়েছিলাম নিশ্চল গাছের মত।
অদ্ভুত আলো খেলছিলো পাতার নড়াচড়ায়।
ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে ভালো লাগছিলো।
কিংবা
হঠ্যাৎ দু চারটে পাখির ডাক.... শেষ দিকে কেমন বুক ধরে আসছিলো।
পিপাসা লেগেছিলো হয়তো...
কিংবা নিজের ক্ষুদ্রতার গল্পে আমি বিশাল জোছনার আলোয় নিজেকে লুকিয়ে ফেলতে চাইছিলাম।
অনেক বছর আগের কোন আবেগের গল্প ভেসে যাচ্ছিলো চোখের পাতা বরাবর।
সকালে আমাকে যখন পাওয়া যায় আমি গভীর ঘুমে অচেতন। বুনো রাস্তায় কাজে যাওয়া মানুষের দল আমায় ডেকে দিয়েছিলো। তাদের সাথেই সামনে এগিয়ে টং এ এক কাপ চা খেয়ে আমি আবার হাটতে শুরু করেছি..... সন্ধ্যা নামার আগেই আমাকে অনেক পথ হাঁটতে হবে,
অনেক পথ আমাকেই হাঁটতে হবে সন্ধ্যা নামার আগে।
_কাব্যপ্রেমী রিফাত।। (রিফাত চৌধুরী)
(আগষ্টের কোন রাত্রীতে, ২০১৪)
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২২
ধ্রুবক আলো বলেছেন: ভালোই হয়েছে
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগল।