নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াবতী বেঁচে থাকবে আমার গল্পে, গল্পেই তার জন্ম, গল্পেই তার অস্তিত্ব আর আমার অস্তিত্ব মায়াবতীর কল্পনায়...... অসাধারন কল্পনা থেকে বাস্তবতায় সাধারন বেশে হেঁটে হেঁটে পৃথিবীর ধূলিকণা খাই...

কাব্যপ্রেমী রিফাত

হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu

কাব্যপ্রেমী রিফাত › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল ভালোবাসার পরিভাষা

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৩

আধুনিকতা আমাদের রিলেশানে কি কি সৃজনশীল ব্যবহারিক অর্থ দিলোঃ

১। ফেসবুকে ক্রাশের জন্মের মাধ্যমে একাধিক ক্রাশের সাথে সম্পর্ক ;) চাইলেই গফ/বফ কিছু বলতে পারে না কারন It's not serious.... (mother of logic)
২। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া, ইমো, ভাইবার, হোয়াটস এপে আলাদীন এর চেরাগ ঘষার মত একটু তেল দিলেই হাজির আপনার ব্যাকাপ পাখি ;) যা চাইবেন তাই ;) যেমন খুশি তেমন সাজো। তারপর - (Scandal)
৩। আনলিমিটেড গফ/বফ নামক খেলার জন্ম। যেখানে সবাই ছুটে ভালোটার দিকে, একটাকে ধরে, ছাড়ে। (add-relation-breakup-block)
৪। বিশ্বাস করো" মানে - F**k, Don't ques me!!
৫। তুমি আমাকে বুঝতে পারো না, (বাড়িওয়ালার জোশ মেয়েটা বলেছে লাল মানায়, তোমার কত কষ্ট, রাতে কি বারান্দায় ঝগড়া করেছেন) দুই নৌকায় পা দিয়ে দৌড়ানি শুরু। রামলীলা।
৬। আমার ছেলে/মেয়ে বন্ধু থাকতেই পারে। তাদের সাথে সব জায়েজ (ছোট্ট বেলার খুবই কিউট খেলাটা তখন বড়বেলার বিকৃত খেলা)
৭। "ও তো আমার বয়ফ্রেন্ড কিন্তু তুইইই তো আমার সব। ওকে ছাড়া আমার ভালো লাগে না, বাট তোকে ছাড়া কেমনে থাকবো। "
- রাতের বেলা বন্ধুকে কনভিন্স করতে নিজের চাহিদাও মিটিয়ে নেয়া। ফ্রেন্ডস উইথ বেনিফিট।
৮। প্রথমে ডাক ভাইয়া, তারপর ডাক বয়ফ্রেন্ড, তারপর ডাক ফাকার।
৯। আমি তোমাকে বিয়ে করবো, (অর্থ্যাৎ তোমার শরীর আমার)
তাই উষ্মতা শেষ, ভালোবাসাও শেষ। - দাও, অথবা ব্রেকাপ খাও।
১০। "ভালো থেকো" মানে তোমার চেয়ে জোশ পাইছি। ইয়ো ✌
১১। "আমার আগের বয়ফ্রেন্ডের প্রতি আমার ফিলিংস, আমি ভালোবাসি। আসলে তোমাকে এক্সেপ্ট করার সময় আমি সিরিয়াস ছিলাম না। কিন্তু আমি তোমাকেই চাই। (নতুনটা যেনো নিজেই সুইসাইড খায়, কিন্তু কষ্ট বুকে পাথর রেখে মেনে নিলে দুদিন পর) আসলে পড়ালেখার অনেক চাপ, আমি সব ফেলে পড়ালেখা করতে চাই। তুমি আমাকে আই লাভ ইউ বলবা না। বুয়েট? ওইখানে তো ফকিন্নিরা পরে, ড্রেসাপ দেখছো। নো কমেন্ট, নো লাইক। নো মোর আই লাভ ইউ। সাপোর্ট মি। ডোন্ট কল মি। আই ক্যান্ট মিট ইউ।মামা আমেরিকা থেকে ফোন দিছে। আমার ইমো তে মামী সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত কথা বলছে। আমার ফোন অফ থাকবে।
১২। I care about you মানে তোরে দুচি না।
১৩। I miss you মানে ভিডিও কলে আসো।
১৪। আমি আগের বয়ফ্রেন্ডকে ভালোবাসি এই সত্যটা বললাম বলে দোষ? তাহলে আর শেয়ার করবো না।
যার কাছে আমার অনেষ্টির দাম নাই। কি লাভ।
এটাও মেনে নিলে মানুষ থামবে না।

আচ্ছা, সবাই তো ভালোবাসা ভিক্ষা করে না? করে কি?
মিথ্যা বলে, ব্যবহার করে ভাঙ্গা মানুষগুলো ভাঙ্গার দরকার কি?
তবু,
নির্লজ্জের মত কিছু মানুষ সেই মানুষটাকে ভালোবাসে এই ভেবে, মানুষটা আসলেও ভালো,
কারন,
মানুষের আবেগ কষ্ট তাকে স্পর্শ করে।
সে সবার ভালো চায়।
কাউকে কষ্ট দিতে চায় না।
ভালো থাকুক বাবা মায়ের রাজকন্যারা।
কিন্তু
রাত ঘুমে হঠ্যাৎ ঘুম ভেঙে গেলেও কাউকে বলতে যাওয়া হয় না ভালোবাসি। যে পাখি ঘর বোঝে না, ভালোবাসা বোঝে না, সে কেবল ঘর ভাঙে।
কিছু ইগো রাখতে হয়, দূরত্ব নিয়ে বাঁচতে হয় আর ভালোবাসা সারজীবনের জন্য নিজের ভেতর দাফন করতে হয়।
আচ্ছা ছেলেটা/মেয়েটা ভালোবাসা চেয়েছিলো।
একটু বাচতে চেয়েছিলো।
আজ সে অবিশ্বাসী।
সে আজ আর ভালোবাসার পবিত্রতায় বিশ্বাস করে না।

ভালোবাসা শব্দটা স্বার্থপর মানুষদের জন্য,
নিজের স্বার্থত্যাগ করে ভালোবাসা যায়,
ভালোবাসার মানুষকে পাওয়া যায় না।

ব্রেকাপ, তিনদিনের জন্যে নতুন কাউকে দরকার, ব্রেকাপের আগের বয়ফ্রেন্ড নতুন গার্লফ্রেন্ড হারায় পুরনোটার কাছে ফিরে আসে। আগের গার্লফ্রেন্ডের নতুন বয়ফ্রেন্ড ছ্যাকা খায়।
আগের বয়ফ্রেন্ড ক্যাচাল করে আবার অন্যখানে সেটেলড।
নতুন বয়ফ্রেন্ডের কাছে মেয়েটা ফিরে আসে।
হ্যা,
নতুন বয়ফ্রেন্ডটা আবার ব্যাকাপ রাখতে শিখে যায়।

সেই ব্যাকাপের মেয়েটা কষ্ট পেয়ে নিজের ব্যাকাপ সাজিয়ে নেয়।

প্রেম মানে ব্যাকাপ ব্যাকাপ খেলা।
আমার প্রতি তোমার অবহেলা।

_রিফাত চৌধুরী।।

(শেয়ারে প্রেমপাপ(অন্নপাপ এর ভার্চুয়াল ভার্সন) হয়, কপি করুন আর নিজের নামে চালিয়ে দিন আর বলুন ওহ রিফাত চৌধুরী? ওইটা তো আমার ফেক আইডি✌)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এমনটাই দেখছি আশেপাশে।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪০

কাব্যপ্রেমী রিফাত বলেছেন: খেলা চলে আর কি :-&

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪০

নিলয় নীল বলেছেন: কিন্তু ভাইয়া আসল মানুষ গুলা একপাশ হয়ে পড়ে থাকে

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪২

কাব্যপ্রেমী রিফাত বলেছেন: প্রেম মানে ব্যাকাপ ব্যাকাপ খেলা।
আমার প্রতি তোমার অবহেলা। :-P

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৭

অভ্রংনীহ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.