![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu
প্রতিদিন সকালে যদি তোমার চুলের গন্ধ ঘুম ভাঙতো কিংবা দেখা যেতো পুরো লেপটা একাই মুড়িয়ে ঘুমিয়ে আছো,
আমিও আদর করে তোমাকে বুকে নিয়ে ভাবতেই পারিঃ
"আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।"
হয়তো তোমার নাকের সাথে আমার ঠান্ডা নাক ছুয়ে গালের দিকে নেমে নিয়ে নিতাম তোমার গন্ধ, নিতেই থাকতাম,
তুমি শুধু ছোট্ট খুকীর মত ঘুমের ভান করে থেকো।
পাশে বসে ভূতের মুভি দেখতে বসলে আমার হাতটা ধরে রেখো
। হাতটা ধরে রেখে রাস্তায় কিংবা রিকশায়, সবখানে..
অথবা মাঝেরাতে খুব এলোমেলো হলে ঘুমের ঘোরেও আমাকে ছেড়ো না।
ঘর এলোমেলো করার দায়ে শাড়ির আঁচলে পেঁচিয়ে রেখো, তারপর নরম হাতে কানমলা দিলেও বলবোঃ
ভালোবাসি।
যদি ভুল করে ফেলে যাই ওয়ালেট কিংবা প্রিয় ঘড়ি মনে করিয়ে দিয়ো।
হয়তো জেনে যাবে একদিন,
হাজার মেয়ের সাথে গল্প করার অভ্যেস আমার যায় নি কিন্তু হাজার মেয়ের সাথে তোমাকে মেপো না, নিজেকে তাদের দলে নামিও না, তুমি তোমার জায়গায়,
অন্যরা অন্যপাশে,
তুমি জায়গা করে নিয়েছো এই বুকে কিংবা নিউরনের আবেগের মাপার স্কেলে সর্বোচ্চ দাগ ছুঁয়েছো।
জানোই সকালের খিঁচুড়ি আর ইলিশের সাথে মাঠের কৃষকদের মত আমার শুকনো মরিচ আর পেঁয়াজের ঝাঁঝ ছাড়া চলে না, বসে আমার পাশে খেয়ে নিয়ো, তোমার মুখ দেখার তৃপ্তি অন্য রকম।
বাড়ির দিকে ফায়ারিং রেঞ্জে যেতে একটা বড় বাঁশের মাচা আছে, শীতকালে রাত্রীতে সেখানে বসে ঝিঝির ডাক শোনা যায়, শেয়ালের জ্বলন্ত চোখ দেখে আমাকে জড়িয়ে ধরলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না,
বিশ্বাস করো,
আমি যতটা না ওপরে ওপরে নার্ভ প্রেসার ধরে রাখি, ভেতরে ভেতরে আমি অনেক দুর্বল,
সেই দুর্বলতা তুমি জানবে,
জানবে কি করলে আমি কষ্ট পাই।
কিন্তু একটা দুর্বলতা আছে যেটায় কখনো দাগ দিবে না।।
কারনে অকারনে আমাকে জড়িয়ে ধরো,
জেদ করো,
আদর করো
কিংবা অভমান।
কিন্তু ছেড়ে যেয়ো না।
আমি ভবঘুরে দের মত হারিয়ে যাই, এলোমেলো হই, শুধু কাছে টেনে নিয়ে দেখো কতটা ভালোবাসার কাঙ্গাল আমি।
আমি কথায় হারতে চাই না,
ভুলে যাই অনেক নাম কিংবা তারিখ,
অপরাধগুলো ঠোঁটের স্পর্শে ক্ষমা করে দিয়ো।
হুট করে রাত তিনটায় আমার ঘুরতে যেতে ইচ্ছে করলে অবাক হয়ো না।
আকাশের তারা গোনার খেলাটাও তাই চলবে তোমার সাথে, অর্ধেক আকাশের তারা গুনবে তুমি।।
বৃষ্টিতে ভিজতে চাই তোমার সাথে, বৃষ্টিভেজা রাতেও চাই তোমাকে।
একলা ঘরে তোমায় পেলে যদি তিড়িংবিড়িং নাচানাচি করি হাসবা না মোটেও, মাইর দিবো।।
আমার বেসুরো গলার গানের সাথে যোগ দিয়ো কারন লিরিক ভুলে যাওয়ার অভ্যাস আমার আছে।
শুধু মায়ের দেয়া সেই বালাগুলো বিশেষ দিনগুলোতে পড়তে ভুলে যেয়ো না।
সবকিছুর পরে এবং শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেঃ
“এই জন্মে তোমার হাত ধরেছি, পরের জন্মে তোমাকেই পাবো বলে। ভালোবাসি “
_রিফাত চৌধুরী (কাব্যপ্রেমী রিফাত)
হয়তো অনেক বছর পর তুমি এই লেখাটি পড়ছো,
যদি পড় তাহলে জেনে রাখো আমাদের বিয়ে হয়েছে আর তুমিই সেই স্পেশাল মানুষ।
আর যদি লেখাটি…
হ্যা মরে যেতেই পারি কিন্তু না মরলেও যদি এই লেখা তোমার কাছে না পৌছায়, জেনে নিয়ো তুমি চলে গিয়েছো বলে আমার গল্পের “বৌ” নামের লেখাটা অন্য কোন পুরুষের স্বপ্ন পূরন করেছে।
(ধন্যবাদ,
লেখাটি কপি করা নিষেধ, প্রকাশ করলে নামসহ করবেন)
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮
কাব্যপ্রেমী রিফাত বলেছেন: ধন্যবাদ, কম আসা হয় সামুতে, ভালো লাগলো ভাই।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার! চমৎকার!!
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮
কাব্যপ্রেমী রিফাত বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০
জাহিদ অনিক বলেছেন: ভাই খুব বউ পাগলা বোঝা গেল। বুকে লোম আছে নিশ্চয়ই।
আপনার এই দাম্পত্য জীবন প্রেমময় হোক।
তার একরাশ ভেজা চুলে আপনি অজ্ঞান হয়ে যাব বারংবার
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮
কাব্যপ্রেমী রিফাত বলেছেন: আপনাকেও অজ্ঞান করার মন্ত্র ভাবিকে শিখিয়ে দিতে হবে দেখছিই
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২
ছোট কাগজ কথিকা বলেছেন: চমৎকার! ভালো লাগলো।