নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াবতী বেঁচে থাকবে আমার গল্পে, গল্পেই তার জন্ম, গল্পেই তার অস্তিত্ব আর আমার অস্তিত্ব মায়াবতীর কল্পনায়...... অসাধারন কল্পনা থেকে বাস্তবতায় সাধারন বেশে হেঁটে হেঁটে পৃথিবীর ধূলিকণা খাই...

কাব্যপ্রেমী রিফাত

হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu

কাব্যপ্রেমী রিফাত › বিস্তারিত পোস্টঃ

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৩

বৌ,
একদিন সকালে আমরা হারিয়ে যাবো দুরের কোন শহরে,যে শহরে আমার হাত ধরতে তোমার কোন সংকোচ থাকবে না।

সে শহরের ভোরে আমার খোলা পিঠে তোমার চুল এলোমেলো হয়ে থাকবে, চোখে মুখে ছড়িয়ে থাকবে সেই চুল। সূর্যের আলোর আসার আগেই তুমি আমার গালের অল্প করে বাড়তে থাকা খোঁচা দাঁড়ি ছুঁয়ে দিবে

আমি তোমার গাল টেনে আদর দিয়ে তোমার টোলগুলো ছুঁয়ে দিবো।
কিংবা
মাথায় হাত বুলিয়ে অন্য হাতে আরো একটু কাছে নিয়ে ঘুম পাড়িয়ে দিবো।

রান্নাঘরে তোমায় বিরক্ত করবো, পেছন থেকে জড়িয়ে রাখবো, জল ছুঁড়ে ভিজিয়ে দিবো।

তোমার হাতে সকালে নরম রোদে বাচ্চাদের মত খাবার খেয়ে গড়াগড়ি করবো।

যেদিন আমার হবে,
ঠিক সেদিন জানবে, বড় হই নি আমি, আমার ভেতর একটা বিড়ালের বাচ্চার মত বাচ্চার মত সত্ত্বা আছে, যে আদর ছাড়া কিছু বোঝে না।

দূর দুরান্তে ঘুরতে যাবো।।



রাস্তার ধারের খাবারের স্বাদ নিবো।।

টং এর চায়ের পর ঝুম বৃষ্টিতে তোমাকেই আঁকড়ে বাঁচবো।

পায়ের পাতার ওপর ভর দেয়া ছবি কিংবা ফলো মি, কখনো ঘরের সিঁড়িতে কোলে চড়ে দিব্যি গান ধরতে পারবে।

আমরা ঘুরবো,
টাকা জমিয়ে ট্রাভেলে যাবো।

মাঝে মাঝে তোমার রাগ বেড়ে গেলে বাপের বাড়ি যাবা,
হয়তো আমি বুঝতে পারবো না কেন রাগ?
সরি বলার সুযোগটা অন্তত দিয়ো।
বড় ঝগড়ার চেয়ে প্রতিদিনের খুনসুটির দিকেই নজর দিয়ো।

কে জানে নিজের দেশের আপন শহরেই তোমাকে খুঁজে পাবো কিনা তবু কল্পনা করেই যাই।
হয়তো একদিন একাই পৃথিবী ঘুরে কোন বরফের রাজ্যে শেষ শ্বাস ফেলবো।
আমার কল্পনার তোমার সাথে অন্য কাউকে নিয়ে ইচ্ছেগুলো পূরন করে নিয়ো।
আমার স্বপ্নগুলো না হয় তোমার ভেতর বাঁচবে।

এক জন্ম তোমার অপেক্ষায় নয়, তোমাকে ঘৃনা করে নয়,
শুধু তোমায় ভালোবেসেই কাটিয়ে দেয়া যাবে এভাবেই।
যেদিন আমি এভারেস্টের চূড়োয় পা রাখবো,
সেদিন আমি পৃথিবীকে চিৎকার করে বলবোঃ
তোমাকে ভালোবাসি ।
যদি গলা দিয়ে শব্দ না বের হয়,
তবু বলার চেষ্টা করবো।

যেদিন আমি সমুদ্রে প্রথম যাবো সেদিনও তোমার নাম বিড়বিড় করে বলবো।
চিৎকার করবো না।
কারন,
সমুদ্রের কাছে নিজের চাওয়ার কিছুই নেই।

সমুদ্র দেখে শিখে নিবো বিশালতা।।
একই বায়ুমন্ডলের কোথাও তুমি ঠিক নিচ্ছো শ্বাস।

খুব বেশি ভালোবাসতে পারবো না হয়তো কয়েক যুগেও, অন্য কেউ হয়তো তোমাকে সম্পূর্ন দিয়ে ভালোবাসবে :)
কিন্তু
তুমি ছাড়া আমার পূর্ণতা বলে আদৌ কিছু নেই।

একদিন ভোরে তবু ঘুম থেকে উঠে তোমার সাদা চুল দেখতে ইচ্ছে করবে,
যে চুলের সাদা রঙ আমার সাথে প্রতিদিনের ভোরের আলোয় কালো থেকে সাদা হয়ে যাবে।
তোমার নম্র আর মিহি চামড়ার ভাঁজেরা সাক্ষী হবে আমার প্রতিদিনের স্পর্শের।

_রিফাত চৌধুরী
[[কাব্যপ্রেমী রিফাত]]

(লেখাটি কোথাও আমার অনুমতি ছাড়া কপি বা আংশিক কপি করা যাবে না, সে আমার যত কাছের মানুষই হোন না কেন! )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.