নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াবতী বেঁচে থাকবে আমার গল্পে, গল্পেই তার জন্ম, গল্পেই তার অস্তিত্ব আর আমার অস্তিত্ব মায়াবতীর কল্পনায়...... অসাধারন কল্পনা থেকে বাস্তবতায় সাধারন বেশে হেঁটে হেঁটে পৃথিবীর ধূলিকণা খাই...

কাব্যপ্রেমী রিফাত

হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu

কাব্যপ্রেমী রিফাত › বিস্তারিত পোস্টঃ

পুরুষের বৌ

০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:৩৪

যে পুরুষকে ভালোবেসে তুমি পায়ে আলতা পড়ছো, সে প্রেমিক হোক বা স্বামী, অধিকাংশ সময় তোমায় শিকলে বাঁধবে, কি করতে হবে, কিভাবে বলতে হবে শিখিয়ে দিতে আসবে,
একদিন খাবারে লবন বেশি হলে জানতেও চাইবে না তোমার জ্বর কিনা?
রান্না করতে গিয়ে হাত পুড়েছে কিনা।

ভালোবাসা আলতায় তুমি শিকলে বন্দী হবে।
সে তোমার আলতার রঙ নাকি ভেতরের রক্তক্ষরন,
পুরুষ মানুষ সে কথা জানবে না, জানতে চাইবে না।
শুধু রাতের বেলা তোমার উষ্মতা ঠিক আদায় করে নিবে,
প্রশ্ন করবে না তোমার শরীর কেমন? রাতে খেয়েছো?কিংবা সেই আলতায় হাত ছোঁয়াবার সময় তার নেই।
চোখের দিকে তাকিয়ে ভোরের গল্পেরা নেই।

যাকে আশ্রয় ভেবে হাত বাড়িয়ে নিজেকে উজাড় করেছিলে তার অনুভূতির কারগারে তুমি বন্দী হবে।
হয়তো সংসার হবে,
অর্ধাঙ্গিনী হওয়া আর হবে না।

_রিফাত চৌধুরী।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.