![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যৌতুক,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই
আমরাও ত মানুষ , মেয়েরাও ত মানুষ । কিন্তু আজকের এই সমাজে এত বিভেদ কেন নারী-পুরুষের । সেটা আমার বোধগম্য নয় । মেয়েরাও ত মানুষ । তাই আসুন ইভটিজিং ,যৌতুক ,বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আছি এবং শক্ত হাতে এসব নিচু কু মনের কাজগুলা বাদ দিই । সবাই আমরা যারা পুরুষ তাদেরকে আমি বলছি , আমাদের সবার ত মা , বোন আছে । কিন্তু আমি স্বপ্ন দেখি একদিন না একদিন নারীর অধিকার প্রতিষঠা হবেই হবে । আজকের এই সমাজে আজকের পুরুষের মানবতা ও আমাদের বিবেক বন্ধ । আজ কে যেখানে সেখানে মেয়েরা ইভটিজিং ,যৌতুক ,বাল্যবিবাহ এর শিকার হচ্ছে । কতই না আমাদের অধঃপতন আজ । একমাত্র তরুন সমাজ-ই এসব সামাজিক সমস্যা সমাজ থেকে দূর করতে পারে ।
©somewhere in net ltd.