![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি জিনিস অবাক হলাম, ব্রাজিলের এই পরাজয়ে কেউ হাঙ্গেরি দলটাকে একবারও স্মরণ করলো না। আমার স্মৃতিতে অবশ্য শুরু থেকেই 'হাঙ্গেরি' নামক অতিমানবীয় দলটির কথা ভাসছিলো।
১৯৫৪ সাল। ফেরেন্ক পুশকাস নামক এক দলনেতার অধীনে হাঙ্গেরি হয়ে উঠেছিলো অজেয়। তখনও জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা ফুটবলে মহাশক্তি হয়ে উঠেনি। ফেরেন্ক পুশকাস ছাড়াও দলে ছিলো হিদেকুটি, কোকসিস, নামক দুর্দান্ত খেলোড়ারা। ঐ বিশ্বকাপে কোকসিস করেন ১১টি গোল!! হিদেকুটি আর পুশকাস করেন ৪ টি করে গোল।
এই হাঙ্গেরির সাথেই কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিলো ব্রাজিলের এবং ব্রাজিল ধরাশয়ী হয়েছিলো ২-৪ গোলে। এ খেলার শুধু ফলাফলটি বললেই অনেক কম বলা হয়। বলা হয়ে থাকে এই খেলার মাধ্যমেই হাঙ্গেরি তার অতিমানবীয় ফুটবলের ঝলকানি দেখিয়ে দিয়েছিলো।
হাঙ্গেরি ছিলো কম্যুনিষ্ট দেশ, ধারণা করা হয় যে কোন মূল্যে হাঙ্গেরিকে রুখতে নোংরা রেফারিং-এর পরিকল্পনা করা হয়। খেলায় দুই দুইজন হাঙ্গেরি খেলোয়াড়কে লালকার্ড দেখিয়ে বহিষ্কার করা হয়। এই ৯ জনের দল নিয়ে ব্রাজিলকে ধরাশায়ী করেছিলো হাঙ্গেরি!!!
১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪০
কোবির বলেছেন: পুশকাস ব্রাজিল-আর্জেন্টিনা/ইতালি-জার্মানির না হওয়ার তাকে লাইম লাইটে আনা হয় না।
২| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৫
রাজিব বলেছেন: ম্যারাডোনা ও পেলের পাশে যদি কাউকে রাখতে হয় তবে আমি অবশ্যই পুশকাসকে রাখবো। তার কপাল খারাপ সে সময় মিডিয়া ছিল না তেমন। থাকলে তাকে নিয়ে কম মাতামাতি হত না।
১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮
কোবির বলেছেন: ঠিক
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফ্রাংক পুশকাস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন।