নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজেটিভ সমালোচনা সবসময় মানুষের ভুলকে শুধরে দিতে সাহায্য করে। কোন বিষয়কে উস্কে না দিয়ে গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি। দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি।

মোঃ নুরউদ্দিন কবির

ইঞ্জিনিয়ারিং শেষ করে মাস্টার্স করছি। জানার জন্য পড়ি। পজেটিভ সমালোচনা করা পছন্দ করি।

মোঃ নুরউদ্দিন কবির › বিস্তারিত পোস্টঃ

সোলায়মান সুখন কে? কেন তার কথা শুনব?

১৪ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সোলায়মান সুখন মুলত একজন কমেডিয়ান। তিনি মানুষ হাসানোর চেস্টা করেন। কিন্তু হঠাত তিনি কমেডি ছেড়ে মানুষরে জ্ঞান দেয়া শুরু করলেন। তার মোটিভেশনাল কথা ধৈর্য ধরে শুনে দেখলাম কাজের কথা একটাও নাই। খুব ভাল করে বুঝতে হবে। তিনি বলছেন যে একজনের সফল হতে হলে পৃথিবীর সব কিছু জানতে হবে। আরে ভাই যে ছেলে পৃথিবীর সব খবর রাখে সে বিসিএস ক্যাডার হয়ে যায়। তার ওনার মত প্রাইভেটের চাকরী গুতানো লাগে না। তারা ওনাকে চাকরী দিতে পারেন। যাদের একটা ফোনে দেশের গল্প বদলে যায়। সালমান তারিককে সফল বলব নাকি সুখনকে? যখন বড় বড় কলেজে মন্ত্রী বা সচিবদের বসিয়ে রেখে উপস্থাপক সুখন দীর্ঘ সময় অর্থহীন কথা বলেন তখন ভাবি সে কে? কেন সে এত ভাব নেন? উনি নিজেই বলেন যে তিনি নেভী থেকে এসে MBA করেছেন। এটা অবশ্যই বড় কিছু না। দেশে হাজার হাজার MBA আছে। গ্রামীণফোনের এমডি তো এত কথা বলেন না। বা গ্রামীনফোনের ট্রেইনার যারা ছয় ডিজিটের স্যালারি পেয়ে থাকেন তাদের তো এত ভাব নিতে দেখি না। উনি এত কথা বলেন কেন। খুব ভাল করে ভাবতে হবে, ওনার কাছ থেকে আসলে শেখার আছেটা কি? bikroy. com এর মালিক ওনার থেকে বেশি সফল কারন সে নতুন একটা মার্কেটের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন এবং সেটা সফল। সুখন বলেন উনি অনলাইনে অনেক ভাবে ট্রাই করেছেন, এর মানে হচ্ছে কোন ভাবেই উনি সফল হতে পারেন নাই। হাজার বিষয়ে ট্রাই করা কোন ভাল কথা নয়। এক বিষয়ে লেগে থেকে সফলতা বের করে আনাটাই হল সবথেকে বড় মানুষদের কাজ। তারা বার বার স্থান বদল করলে আজ অ্যাপল, স্যামসাং, মাইক্রোসফট বা ফেসবুক পেতাম না। আরে ভাই আমরা তো এই সব বড় মানুষদের উত্থানের গল্প জানি। তারা যখন কথা বলেন কেউ নিজেকে বড় করে আর ইনকামের কথা বলে জাহির করেন না। সো আসল কথা হল সুখন ইজ নাথিং। একজন রিক্সাওয়ালাও জানেন কিভাবে জীবন চালাতে হয় তা ওনার কাছ থেকে জানার দরকার নাই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

আখেনাটেন বলেছেন: সুখনটা আবার কে? এই প্রথম নাম শুনলাম। আপনি নিজেও তো উনার ফ্রিতে প্রচারণা করে দিলেন। :)

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৪

মোঃ নুরউদ্দিন কবির বলেছেন: মেজাজ খারাপ ভাই!!

২| ১৪ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজকেই ফেসবুকে একজনের কাছে তেনার নাম শুনলাম। দেখি ইউটিউবে কী আছে তেনাকে নিয়ে। তবে আপনের কথা শুনে মনে হইতেছে মালটা সুবিধার না...

৩| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৩

মানিজার বলেছেন: সোলায়মান সুখন স্ট্যান্ডআপ কমেডিয়ান । এই কাম ফিল্মে কাজ করা বড় বড় স্টারও সবাই পারে না ।সে উদ্যোক্তা হতে আগ্রহীদের নিয়ে খুব ভাল পরামর্শ দিতে পারে । কর্পোরেট ট্রেনিংয়ে উনার দক্ষতা কি ছয়ডিজিটের বেতনধারীর আছে ? গেস্ট লেকচারার হিসেবে উনার সাথে কয়জন আছে তুলনা করতে পারবেন ? লোকটা হয়তো ছয় ডিজিটের বেতন পায় না । তবে ঐ লোকটা একটা সফল বাবা, সফল স্বামী, ভালো বন্ধু । সে যেইটা জানে সেট হইতেছে ওয়েস্টার্ন দুনিয়ার সাথে পাল্লা কিভাবে দিতে হবে আমাদের । আর আপনে জানেন কিভাবে কাঠি ব্যবহার করতে হয় ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪২

রাসেল গাজী বলেছেন: যাদের নিজের প্রতি আত্নবিশ্বাস নাই তারাই সুখন এর পিছে ছুটে

৫| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১

rezaul827 বলেছেন: আপনার কথাগুলোর সাথে আমি সম্পুর্ণ একমত।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২

rezaul827 বলেছেন: আপনার কথাগুলোর সাথে আমি সম্পুর্ণ একমত। তবে আপনি তার বিরুদ্ধে পোস্ট লিখে বা সমালোচনা করে সুখন-এর ব্রান্ডিং করে দিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.