![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আর আমি হয়ে উঠা হলো না,
কথা ছিলো এক সাহসের সকালে
ভেংগে ফেলে সকল শিকল,
পায়ে মাড়িয়ে সকল নিয়ম,
এনে দিবো নতুন সকাল।
আমার আর আমি হয়ে উঠা হলো না,
সেই কিশোরের সময়কালে মানিক ভাই
আর মেজো ভাইয়ের মন্ত্রনায়
লেনিন হওয়ার স্বপ্নে বিভোর থাকা
সেই আমি আজ পথহারা, দিশেহারা।
আমার আর আমি হয়ে উঠা হলো না,
কোন স্বপ্নই আজ আর দেখা দেয়না,
মিছিল আমায় ডাকে না, প্রতিবাদে ফেটে পরা
অথবা মাইলের পর মাইল হেটে চলা কোন
লং মার্চ আমাকে সাহস যোগায় না।
সমাজ বদলের সেই স্বপ্ন আজ শুধু
প্রতিদিন দূরে বহুদুরে সরে সরে যায়,
মানুষের আর্তনাদে বধির হওয়া একদল
রাজনীতিক শুধুই বকে চলে অবান্তর কথামালা।
আমার আর আমি হয়ে উঠা হলো না,
মিথ্যে কৌশলের কাছে সমাজ ভাংগার
স্বপ্ন টা শুধুই মরীচিকা আর দূরে সরে যাওয়া।
©somewhere in net ltd.