![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে আর টানে না কোন ডাক,
কোন ইশারা বা কোন সবুজ আলো।
তোমার অন্তরজালের সবুজবাতি
সারাদিন, সারারাত জ্বলে থাকে।
তুমি ব্যস্ত থাকো তোমার প্রিয়জনের কথায়,
আমি সারাটা সময় চেয়ে থাকি।
চেয়ে থাকি সকাল থেকে রাত,
রাত থেকে ভোর, সময় চলে যায় এভাবেই।
মাঝে মাঝে খুব ইচ্ছে হয়
তোমার সাথে কি কথা, কি গান, কি তান বেজে যায়।
কি এমন যাদুতে তুমি ভুলে যাও আমার কথা,
ভুলে যাও ভালবাসার কথা।
রাত পার হয় জেগে,
ভোর আসে হাটি হাটি,
শুরু হয় আরো একটা একদিন।
কথা হয়, তাও একফোঁটা শিশিরের মতো
বিশাল জলরাশীর বুকে।
কত কথা থেকে যায় গভীরে,
কত কথা থেমে যায় কথার মাঝে।
অবহেলার পাহাড় জমে,
সমুদ্রের জলোচ্ছাসে
ভেসে যায়, না বলা কথা।
প্রতিদিনের অবহেলায় কুড়ে কুড়ে
খেয়ে যায় আমার বিশ্বাস অবিশ্বাস।
©somewhere in net ltd.