নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী রাশেদ

কাজী রাশেদ › বিস্তারিত পোস্টঃ

তুমি একজন, শুধু তুমি

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

তুমি অপ্সরা বা কোন চোখ ধাধানো সুন্দর,
একথা বলবো না কখনোই, সে হবে মিথ্যা,
আমি তোমাকে নিয়ে মিথ্যের বেসাতি বা
তোমাকে নিয়ে বলতে চাই না কোন গল্প।
তুমি তোমার মতো করে এসেছো,
আমি আমার মতো করে পেয়েছি তোমায়।

তুমি খুব সাধারন, একেবারে রবি ঠাকুরের
আটপৌরে নায়িকার মতো সাধারন,
সাধারন হবার সব কিছু নিয়ে তুমি হয়ে
গেছো একেবারে অসাধারন।
তুমি যতো ফিরিয়ে দাও আমায়,
ফিরিয়ে দাও আমার সীমানায়,
আমি ততোবার তোমার কাছেই
হই সমর্পিত, তোমাতেই আকন্ঠ।

তুমি খুব সহজেই বলে দাও,
সোজা কথায় জানিয়ে দাও,
তুমি কতো দুঃষ্প্রাপ্য,
তুমি কতোদুরের নক্ষত্র,
তুমি অই নীল আকাশ,
তুমি ধরাছোঁয়া ছাড়া এক পরশ পাথর।

তোমার বিশ্বাস অবিশ্বাসের দোলাচল,
কেঁপে উঠে আমার ধরিত্রী,
বন্দী করি আমি নিজেকে
নিষেধের অবিনস্ত্য বেড়াজালে।

জানি তুমি এক অধরা,
জানি তুমি এক শুধুই স্বপ্ন।
মাঝে মাঝে তোমার নিরবতা,
মাঝে মাঝে তোমার চুপ থাকা,
আমাকে করে তুলে এক বেপরোয়া
মাতাল, ভুলে যেতে থাকি নিজেকে,
ভুলে যেতে থাকি নিজের সীমানা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.