নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
তোমার ভালোবাসারা ছুঁয়ে যায় প্রাণ,
সুপ্ত হৃদয়ে জাগায় প্রেরণা উচ্ছ্বাস;
শিশিরের বুকে শুনি কুয়াশার গান,
তুমি হলে আমার শিশির ভেজা ঘাস।
আমি কান পেতে শুনি কুয়াশার গীত,
কান্নায় ঝরে নিয়ত ঘাসের উপর;
ভালোবাসা কেড়ে নেয় দুঃখ মাখা শীত,
চারিদিকে ঝুলে আছে কুয়াশা-চাদর।
তোমাতে ছড়িয়ে দেই সূর্যের আলোক,
সঞ্চিত ভালোবাসার প্রথম উত্তাপ;
তুমি কি তুলে নিবে তা' অদম্য বালক!
কতোকাল র'বে একা বসে চুপচাপ?
এই নাও ভালোবাসা বাঁচার আরক,
উত্তাপিত চেতনায় শীতের জারক।
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর