নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
শীতের রাতে
তোমার সাথে
দিবোনা আর
আড়ি,
তুমিই যতো
ইচ্ছে মতো
ঝগড়া করো
ভারি।
আয় রে সখী!
বক্ষে রাখি,
আগুন ঝরা
প্রেম;
কৃষ্ণকলি
যদিও বলি
তুমি আমার
'মেম'।
ছবিসূত্র-নেট।
©somewhere in net ltd.